রাজধানী প্রতিনিধি: শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) ফ্যাকাল্টি অব অ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিনে অনুষ্ঠিত হয়েছে নবম ইন্টার্নশিপ ওরিয়েন্টেশন প্রোগ্রাম-২০২৪। মঙ্গলবার আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক মুহাম্মদ আবুল বাশার এবং সভাপতিত্ব করেন ফ্যাকাল্টির ডিন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে সম্মানীয় অতিথি হিসেবে বক্তব্য রাখেন এসিআই অ্যানিমেল হেলথের হেড অব বিজনেস ডা. মোহাম্মদ আমজাদ হোসেন।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “আপনাদের মনে রাখতে হবে, আপনারা কেবল প্রাণীর চিকিৎসক নন, বরং মানবতারও সেবক। এই পেশা শুধু দায়িত্ব নয়, এক মহৎ সেবামূলক কাজ।” “ইন্টার্নশিপ কেবল পড়াশোনার একটি ধাপ নয়, বরং তত্ত্বীয় জ্ঞানকে মাঠ পর্যায়ে কাজে লাগানোর বাস্তব প্রস্তুতি। দেশের বিশাল জনগোষ্ঠী প্রাণিসম্পদের উপর নির্ভরশীল, তাই আপনাদের অর্জিত জ্ঞান প্রাণিসম্পদ উন্নয়ন, প্রাণী স্বাস্থ্য রক্ষা, জনস্বাস্থ্য সুরক্ষা এবং খাদ্য নিরাপত্তায় প্রয়োগ করতে হবে।”
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কো-অর্ডিনেটর র ড. মো. মহাব্বত আলী এবং ড. শরীফা জাহান।
ডা. আমজাদ হোসেন তার দীর্ঘ ২৫ বছরের পেশাগত অভিজ্ঞতার আলোকে শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন বাস্তব জীবনের নানা দিক। তিনি বলেন, ইন্টার্নশিপের ছয় মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই সময়েই ভবিষ্যৎ দিকনির্দেশনা ও পেশাগত দক্ষতা নির্ধারিত হবে। আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করলে দেশের প্রাণিসম্পদ খাতের উন্নয়নে বড় অবদান রাখা সম্ভব।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি খাতেও কাজের বিপুল সুযোগ রয়েছে। তাই যোগ্যতা, অভিজ্ঞতা ও প্রজ্ঞা কাজে লাগিয়ে আপনাদের পরিপূর্ণ প্রাণী চিকিৎসক হিসেবে নিজেকে উপস্থাপন করতে হবে।”