
বিজনেস প্রতিবেদক: আমদানিনির্ভর ভোগ্যপণ্যের বাজারে সাম্প্রতিক অস্থিরতার মধ্যেও উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন করেছে জহির গ্রুপ। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর তথ্য অনুযায়ী, ভোগ্যপণ্য আমদানিতে প্রথমবারের মতো শীর্ষ দশ আমদানিকারকের তালিকায় জায়গা করে নিয়েছে প্রতিষ্ঠানটি।
এনবিআরের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালে জহির গ্রুপের ডাল ও গম আমদানির মূল্য ছিল ২ কোটি ১২ লাখ মার্কিন ডলার, যা ২০২৫ সালে বেড়ে দাঁড়িয়েছে ১৫ কোটি ৩৬ লাখ ডলারে।
পোল্ট্রি, ডেইরি ও ক্যাটেল ফিড খাতের কাঁচামালের শীর্ষস্থানীয় সরবরাহকারী হিসেবে জহির গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান মদিনা ট্রেডিং কর্পোরেশন দীর্ঘ ৩১ বছর ধরে বাজারে নির্ভরযোগ্যতার সঙ্গে কাজ করছে। পাশাপাশি চাল, ডাল, চিনি, ভোজ্য তেল, ছোলা ও ইয়েলো পিসসহ বিভিন্ন ভোগ্যপণ্যের আমদানি ও সরবরাহের মাধ্যমে বাজারে নিয়মিত সরবরাহ ও মূল্য স্থিতিশীল রাখতে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
জহির গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর মো. জহিরুল ইসলাম বলেন, “টেকসই কৃষি শিল্পায়নের জন্য কাঁচামালের সময়মতো ও ন্যায্য মূল্যে সরবরাহ নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।”
খাতসংশ্লিষ্টদের মতে, ধারাবাহিক এই প্রবৃদ্ধির ফলে জহির গ্রুপ ভোগ্যপণ্যের বাজারে আস্থা ও স্থিতিশীলতার একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে নিজেদের অবস্থান আরও দৃঢ় করছে।
























