
এগ্রিলাইফ২৪ ডটকম: বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশন (বিপিআইএ)-এর ২০২৫–২০২৭ মেয়াদী নবনির্বাহী পরিষদের কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। শনিবার (আজ) বেলা ১টায় রাজধানী ঢাকার অদূরে ছুটি রিসোর্টে আয়োজিত এক আনন্দঘন অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব ও বিপিআইএ-এর প্রশাসক সুফিয়া আক্তার রুমী নবনির্বাচিত সভাপতি জনাব মোশাররফ হোসেন চৌধুরীর নিকট দায়িত্ব হস্তান্তর করেন।
অনুষ্ঠানে নবনির্বাহী পরিষদের সহ-সভাপতি মো. আসাদুজ্জামান মেজবা, মহাসচিব মো. সাফির রহমান, ট্রেজারার মোস্তফা জাহানসহ নির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
দায়িত্ব হস্তান্তরকালে সাবেক পরিষদের পক্ষ থেকে নবনির্বাহী পরিষদকে একটি সুন্দর ও প্রতিনিধিত্বশীল কমিটি উপহার দেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়। একই সঙ্গে ইন্ডাস্ট্রিতে বিরাজমান সমস্যাগুলো ধাপে ধাপে সমাধান এবং অসমাপ্ত কাজগুলো এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
নবনির্বাচিত সভাপতি মোশাররফ হোসেন চৌধুরী বলেন, এই কমিটিতে কামারি ও ফিড মিলার, অ্যানিমেল হেলথ কোম্পানি, পোল্ট্রি পেশাজীবীসহ সকল স্তরের স্টেকহোল্ডারের প্রতিনিধিত্ব নিশ্চিত হয়েছে—যা একটি অ্যাসোসিয়েশনের সৌন্দর্য ও শক্তি। তিনি প্রান্তিক খামারিসহ সকলের স্বার্থ রক্ষায় বিপিআইএ একটি কার্যকর সেতুবন্ধন হিসেবে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন বড় চ্যালেঞ্জ উল্লেখ করে তিনি বলেন, বাণিজ্য মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, প্রাণিসম্পদ অধিদপ্তর এবং ভোক্তা অধিদপ্তরের সঙ্গে সুসম্পর্ক রেখে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে পোল্ট্রি শিল্পের টেকসই উন্নয়নে অবদান রাখবে নবনির্বাহী পরিষদ।
উল্লেখ্য, দায়িত্ব গ্রহণের মাধ্যমে বিপিআইএ-এর ২০২৫–২০২৭ মেয়াদী নির্বাহী পরিষদ আনুষ্ঠানিকভাবে তাদের কার্যক্রম শুরু করলো।
























