
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃবগুড়ার শাজাহানপুরে উপজেলা পর্যায়ে ৫৪তম জাতীয় শীতকালীন স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৭ জানুয়ারী) বিকেলে ডেমাজানী শহীদ মোখলেছুর রহমান উচ্চ বিদ্যালয় মাঠে সমাপনী করা হয়।
প্রতিযোগিতায় ক্রিকেট (ছাত্র) ইভেন্টে বড়পাথার উচ্চ বিদ্যালয়, ভলিবল (ছাত্র) ইভেন্টে ডেমাজানী শহীদ মোখলেছুর রহমান উচ্চ বিদ্যালয়, ভলিবল (ছাত্রী) ইভেন্টে নগর বালিকা উচ্চ বিদ্যালয়, ব্যাটমিন্টন (দ্বৈত) ইভেন্টে ডেমাজানী শহীদ মোখলেছুর রহমান উচ্চ বিদ্যালয়, ব্যাটমিন্টন (একক) ইভেন্টে আড়িয়া-রহিমাবাদ উচ্চ বিদ্যালয় এবং বাস্কেটবল (ছাত্র) ইভেন্টে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহবুবুল হোসেন বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর হাসান, একাডেমিক সুপারভাইজার রুকাইয়া পারভীন, অধ্যক্ষ শফিকুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শারীরিক শিক্ষকরা ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনার দায়িত্ব পালন করেন।
























