বেগম খালেদা জিয়ার ইন্তেকালে BPIA-এর গভীর শোক

এগ্রিলাইফ২৪ ডটকম: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও গণতন্ত্র প্রতিষ্ঠার আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া গত ৩০ ডিসেম্বর ২০২৫ খ্রি. সকাল ৬.০০ ঘটিকায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তাঁর ইন্তেকালে দেশ একজন সাহসী, দৃঢ়চেতা ও ঐতিহাসিক রাষ্ট্রনেত্রীকে হারালো, যিনি আজীবন গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

বেগম খালেদা জিয়ার ইন্তেকালে বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশন (বিপিআইএ)-এর নবনির্বাচিত সভাপতি মোশাররফ হোসেন চৌধুরী এবং মহাসচিব এম. সাফির রহমান সংগঠনের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) গণমাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় তারা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

শোকবার্তায় বিপিআইএ নেতৃবৃন্দ মহান আল্লাহ তায়ালার কাছে দোয়া করেন, তিনি যেন বেগম খালেদা জিয়াকে জান্নাতুল ফেরদৌস নসীব করেন এবং শোকসন্তপ্ত পরিবার ও দেশবাসীকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার ধৈর্য্য ও শক্তি দান করেন। তারা বলেন, জাতির ইতিহাসে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।