
বাকৃবি প্রতিনিধিঃনতুন বছরের প্রথম দিনেই উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যালয়ে 'বই বিতরণ অনুষ্ঠান-২০২৬' অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (০১ জানুয়ারি) সকাল ১০টায় স্কুল প্রাঙ্গণে ওই উৎসবের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব তৌহিদা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাকৃবির সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের অধ্যাপক ড. মো. মাহমুদুল আলম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির গ্রামীণ সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. ওয়াকিলুর রহমান, বাকৃবির সংস্থাপন শাখার ডেপুটি রেজিস্ট্রার ড. মো: জহিরুল আলম। এছাড়াও উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অন্যান্য শিক্ষক-কর্মকর্তা, কর্মচারী এবং ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় অধ্যাপক ড. মো. মাহমুদুল আলম শিক্ষার্থীদের মাঝে নতুন বই তুলে দেন। বছরের শুরুতে নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
প্রধান অতিথি অধ্যাপক ড. মো. মাহমুদুল আলম তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান এবং নতুন বছরে সকলের সাফল্য কামনা করে বলেন, নতুন বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে পারা অত্যন্ত আনন্দের ও অনুপ্রেরণার। বই শুধু পড়াশোনার মাধ্যম নয়, এটি মানুষের চিন্তা, মূল্যবোধ ও ভবিষ্যৎ গড়ে তোলে। পড়াশোনার পাশাপাশি সততা, শৃঙ্খলা ও মানবিকতা অর্জনই হওয়া উচিত শিক্ষার মূল লক্ষ্য।
























