
এগ্রিলাইফ২৪ ডটকম:দেশের অন্যতম বৃহৎ শিল্প গ্রুপ মার্স গ্রুপের সহযোগি প্রতিষ্ঠান ‘সুষম ফিড’-এর জিএম (সেলস এন্ড মার্কেটিং) হিসেবে যোগদান করেছেন দেশের পোলট্রি, মৎস্য ও প্রাণিজ খাতের সুপরিচিত মুখ কৃষিবিদ মো: কামরুজ্জামান শাহ স্বপন।
আজ বৃহস্পতিবার ( ১ জানুয়ারি) তিনি উক্ত কোম্পানিতে যোগদান করেন। এর আগে তিনি দেশের আরেক স্বনামধন্য কোম্পানি স্পেক্ট্রা হেক্সা গ্রুপের (মেগা ফিড) এ এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (সেলস অ্যান্ড মার্কেটিং) হিসেবে ২০০৯ সনের জুন থেকে ২০২৫ সনের ডিসেম্বর পর্যন্ত কর্মরত ছিলেন। সেখানে তিনি টিম পরিচালনা, সেলস বিক্রি বৃদ্ধি, প্রোডাক্ট ডেভেলপমেন্ট ও কারিগরি বিষয়ে ট্রেনিং প্রদান সহ দক্ষতার সাথে কাজ করেন।
কৃষিবিদ মো. কামরুজ্জামান শাহ স্বপন জানান, তাঁর দীর্ঘদিনের পেশাগত অভিজ্ঞতা, সততা, নিষ্ঠা ও পরিশ্রমের সমন্বয়ে খামারি, পরিবেশক সহ যাবতীয় দক্ষতা কাজে লাগিয়ে আধুনিক কারিগরির মাধ্যমে উৎপাদিত সুষম ফিডে কাজ করবেন।
কৃষিবিদ মো. কামরুজ্জামান শাহ স্বপন ২০০৬ সনের জুন মাস থেকে সি.পি বাংলাদেশ-এ যোগদানের মাধ্যমে এগ্রো সেক্টরে কর্মজীবন শুরু করেন। সেখানে ২০০৯ সনের জুন পর্যন্ত কর্মরত ছিলেন।
কৃষিবিদ মো. কামরুজ্জামান শাহ স্বপন ১৯৭৯ সনে রংপুরে-এ জন্মগ্রহণ করেন। তিনি ২০০৩ সনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে মৎস্য বিজ্ঞান অনুষদ থেকে স্নাতক ডিগ্রী এবং ২০০৬ সনে একুয়াকালচারে এম এস ডিগ্রী অর্জন করেন।
তিনি বাংলাদেশ ফিশারীজ এক্সিকিউটিভ এসোসিয়েশন এর আহবায়ক এবং কেআইবি’র আজীবন সদস্য। নতুন কর্মক্ষেত্রে তিনি সংশ্লিস্ট সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
























