
রাজধানী প্রতিনিধি: দেশের মৎস্যখাতের ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তোলা ও তরুণ মৎস্যবিজ্ঞান শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে Young Fisheries Students Congress (YFSC)-2025 শীর্ষক একটি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। ফিশারিজ সোসাইটি অব বাংলাদেশ (এফএসবি), ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৎস্যবিজ্ঞান বিভাগ এবং বাংলাদেশ ফিশারিজ এক্সিকিউটিভ এসোসিয়েশন (বিএফইএ)-এর যৌথ উদ্যোগে আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি ২০২৬) ঢাকা বিশ্ববিদ্যালয়ের Nabab Nawab Ali Chowdhury Senate Bhaban-এ এই কনফারেন্স আয়োজন করা হয়।
কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান, পিএইচডি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জিয়া হায়দার চৌধুরী, মহাপরিচালক (ভারপ্রাপ্ত), মৎস্য অধিদপ্তর এবং ড. অনুরাধা ভদ্র, মহাপরিচালক, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক ড. মোঃ আবুল মনসুর, সভাপতি, ফিশারিজ সোসাইটি অব বাংলাদেশ।
সমাপনী সেশনে সভাপতিত্ব করেন অধ্যাপক মোহাম্মদ মামুন চৌধুরী, চেয়ারম্যান, মৎস্যবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও ফিশারিজ সোসাইটি অব বাংলাদেশের কার্যক্রম তুলে ধরে বক্তব্য রাখেন অধ্যাপক ড. এস. এম. রফিকুজ্জামান, সেক্রেটারি, এফএসবি। এন্টারপ্রেন্যর মোটিভেশনাল স্পিকার হিসেবে বক্তব্য রাখেন ড. ফারুক-উল-ইসলাম, কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ, ওয়ার্ল্ডফিশ বাংলাদেশ। প্রধান পৃষ্ঠপোষকের বক্তব্য প্রদান করেন অধ্যাপক ড. মোঃ আবুল মনসুর।

বক্তারা বলেন, মৎস্যখাতের টেকসই উন্নয়ন, উদ্ভাবন ও কর্মসংস্থান সৃষ্টিতে তরুণ শিক্ষার্থীদের বাস্তবমুখী জ্ঞান, উদ্যোক্তা মানসিকতা এবং শিল্পখাতের সঙ্গে সংযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের কনফারেন্স তরুণদের দক্ষতা ও পেশাগত প্রস্তুতি বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখবে।
অনুষ্ঠানের সবশেষে Product Showcasing & Career Fair উদ্বোধন করা হয়, যেখানে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের পণ্য, প্রযুক্তি ও কর্মসংস্থানের সুযোগ তুলে ধরে।
কনফারেন্সে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, গবেষক, পেশাজীবী, মৎস্যখাত সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।
























