পণ্যের মান নিয়ে কখনোই আপোষ করে না আকিজ ফিড-শেখ জসিম উদ্দিন

এগ্রিলাইফ২৪ ডটকম: ‘আমরা আমাদের পণ্যের মান নিয়ে কখনোই আপোষ করি না। সে কারণেই আকিজের প্রতিটি পণ্যে মানুষের আস্থা শতভাগ।’এ মন্তব্য করেন আকিজ রিসোর্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শেখ জসিম উদ্দিন।

আকিজ রিসোর্সের অন্যতম অঙ্গপ্রতিষ্ঠান আকিজ এগ্রো ফিড লিমিটেডের প্রথম বর্ষপূর্তি উপলক্ষ্যে গত বুধবার (৭ জানুয়ারি) রাজধানীর আকিজ হাউজে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানের শুরুতে কেক কেটে বর্ষপূর্তি উদযাপন করা হয়। এরপর শেখ জসিম উদ্দিন আকিজ এগ্রো ফিডের এই সাফল্যে সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, অল্প সময়ের মধ্যেই ফিড বাজারে একটি সুদৃঢ় অবস্থান তৈরি করতে পারা আকিজ ফিডের জন্য একটি বড় অর্জন।

আকিজ এগ্রো ফিড লি.-এর সিইও এ.টি.এম. হাবিব উল্লাহ বলেন, ‘আমাদের দেশে যদি এগ্রো সেক্টরে উন্নয়ন করতে হয় তাহলে প্রান্তিক খামারিদের জন্য কাজ করতে হবে, আর তাতেই আসবে সফলতা।’

আকিজ রিসোর্সের চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার মোহাম্মদ তৌফিক হাসান বলেছেন, ‘আকিজ ফিড এক বছরে যা করে দেখিয়েছে তা একটি বেঞ্চমার্ক, যা আকিজ রিসোর্সের সঙ্গেই মানানসই।’

অনুষ্ঠানে আকিজ রিসোর্স-এর চিফ পিপল অফিসার মোহাম্মদ আফসার উদ্দিন বলেন, ‘মাত্র এক বছরে আকিজ ফিড যে উদাহরণ সৃষ্টি করেছে তা অনবদ্য।’

আকিজ এগ্রো ফিড লি.-এর হেড অব অপারেশন মো. শাহীন শরীফ বলেন ‘বিগত এক বছর সবাই টিমওয়ার্ক করেছে বিধায় আজ এই মাইলফলক অতিক্রম করতে পেরেছি। এই টিম যদি এভাবেই এগিয়ে যায় তাহলে আমাদের যে লক্ষ্য আছে মার্কেট লিডার হবার, তা আমরা অবশ্যই অর্জন করবো ।’

এ সময়ে আরো উপস্থিত ছিলেন আকিজ এগ্রো ফিড ও আকিজ রিসোর্সের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য আকিজ এগ্রো ফিড, কম সময়ে সুপার হিট হয়েছে। আধুনিক ইউরোপিয়ান প্রযুক্তি ও প্রিমিয়াম কাঁচামাল ব্যবহারের কারণে পোল্ট্রি, গবাদি পশু ও মাছের খামারে এই ফিড ব্যবহারে মিলছে দারুণ ফলাফল। আর তাই 'রেজাল্ট হিট' স্লোগানের মাধ্যমেই প্রান্তিক খামারিদের কাছে পৌঁছে যাচ্ছে অ্যাগ্রো পণ্যসমূহ ।

আকিজ ফিড উন্নত মানের পণ্য ও খামারিদের সাফল্যের কারণে মাত্র ১ বছরের মধ্যে সুপার হিট সাফল্য পেয়েছে তাই রেজাল্ট হয়েছে হিট।