মো: দেলোয়ার হোসেন:কৃষি যান্ত্রিকরণের মাধ্যমে চলতি ২০২২-২০২৩ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসুচীর আওতায় রবি মৌসুমে বোরো হাইব্রিড জাতের ধানের সমলয় চাষাবাদে ৫০ একর প্রদর্শনী নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার সদর ইউনিয়নের বকাপুর ব্লকের বকাপুর গ্রামে অনুষ্ঠিত হয়।

সমীরন বিশ্বাস:দেশের কৃষি অর্থনীতির অন্যতম শস্য হিসেবে ভুট্টা এখন কৃষকদের লাভের খাতায় নাম লিখিয়েছে। বিশেষ করে ক্রমবর্ধমান পোল্ট্রি ডেইরি ও মৎস্য সেক্টরে খাদ্য তৈরিতে সিংহভাগ যোগান দেয় এই ভুট্টা। বর্তমান সময়ে এর বাজার দরও অত্যন্ত ভালো। সেসব দিক লক্ষ্য করে ভুট্টা চাষীদের এর চাষ বিশেষ করে গুরুত্বপূর্ণ ভুট্টার পাতা ঝলসানো রোগ দমন ব্যবস্থাপনা সম্পর্কে জানা প্রয়োজন।

মো: আমিনুল ইসলাম:রাজস্ব খাতের অর্থায়নে স্থাপিত তানোর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাজশাহী-এর আয়োজনে প্রাণপুরে কৃষক-কৃষাণীদের নিয়ে সরিষা (বারি সরিষা ১৭) প্রদর্শনীর মাঠ দিবস সোমবার (৩০ জানুয়ারী) অনুষ্ঠিত হয়।

এগ্রিলাইফ২৪ ডটকম:ইউরোপ ও উত্তর আমেরিকার খ্যাতিমান সাংবাদিক ও মানবাধিকার সংগঠক বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার জাহিদ কানাডার স্টেপ টু হিউম্যানিটি অ্যাসোসিয়েশনের গুরুত্বপূর্ণ স্পেশাল প্রজেক্ট কমিটির চেয়ারপার্সন নির্বাচিত হয়েছেন। গতকাল (জানুয়ারি ৩০) সন্ধ্যায় অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন ২৮ জানুয়ারী, ২০২৩ তারিখে অনুষ্ঠিত সংগঠনের সাধারণ সভার  গৃহীত সিদ্ধান্ত এর বরাত দিয়ে এ নিয়োগের কথা জানান।

এগ্রিলাইফ২৪ ডটকম:১ম সম্মেলন-এর মধ্য দিয়ে রাজশাহী গভঃ ল্যাবরেটরী হাই স্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন "ওল্ড রাজশাহী ল্যাবরেটরীয়ানস" সোসাইটি (অরল্যাবস) এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। ইতিমধ্যে ২৫০জন জীবন সদস্য ও প্রায় ৫০ জন সাধারণ সদস্য হিসাবে সংগঠন এর সদস্যপদ গ্রহণ করেন।

এ উপলক্ষে শুক্রবার (২৭ জানুয়ারী) আনুষ্ঠানিকভাবে জীবন সদস্যদের সদস্য কার্ড প্রদান করে অনুষ্ঠানের উদ্বোধন করেন এলামনাই গঠন কমিটির আহ্বায়ক জনাব সুলতান চাগতাই ও সদস্য সচিব রাবি ভিসি প্রফেসর ড: গোলাম সাব্বির সাত্তার।

সদস্য অন্তর্ভুক্তির ক্রম অনুসারে ১ম (১৯৮৭ ব্যাচ- ৭৩জন), ২য় (১৯৯২ ব্যাচ- ৪৫জন) এবং ৩য় (১৯৮৮ ব্যাচ-২৫ জন ) স্থান অধিকারী ব্যাচকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। অতঃপর সংগঠনের গঠনতন্ত্র ও সাংগঠনিক কাঠামো উপস্থাপন করেন আহ্বায়ক সুলতান চাগতাই।  দু' একটি বিষয়ে উপস্থিত সদস্যদের সংশোধনী প্রস্তাবে সম্মত হয়ে তা সংশোধন করে সকলের মৌখিক সম্মতিতে গঠনতন্ত্র অনুমোদিত হয়। অতঃপর সংগঠনিক কাঠামো অনুযায়ী বিভিন্ন পদে নাম প্রস্তাব করা হয় ।

সদস্যদের মধ্য থেকে সভাপতি পদে ১৯৭৮ ব্যাচের ল্যাবরেটরীয়ান বর্তমান রাবি উপাচার্য অধ্যাপক ড: গোলাম সাব্বির সাত্তার এবং সাধারণ সম্পাদক পদে ১৯৮৩ ব্যাচের ডাঃ মোঃ হাবিবুল ইসলাম এর নাম উত্থাপন করা হলে এবং উপস্থিত সকলে তা সমর্থন করলে তারা যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হন।



অতঃপর বিভিন্ন পদে একে একে বিভিন্ন ব্যাচের সদস্যদের চাহিদা অনুযায়ী নাম প্রস্তাব করা হয় এবং উপস্থিত সকলের সমর্থনের মাধ্যমে ৫৯ সদস্য বিশিষ্ট কার্য নির্বাহী কমিটি গঠিত হয়।  অতঃপর ০৭ সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা কমিটিও গঠন করা হয়।

পরিশেষে সর্বজন শ্রদ্ধেয়, স্কুলের ১ম ব্যাচের ছাত্র সর্বজ্যেষ্ঠ, রাবির অবসরপ্রাপ্ত প্রফেসর শেখ মুহাম্মদ নূরুল্লাহ্ নতুন কমিটির সদস্যদের অভিনন্দন ও আশীর্বাদ জানানোর মধ্য দিয়ে অনুষ্ঠানের প্রথম পর্বের সমাপ্তি ঘোষনা করেন।

এগ্রিলাইফ ডেস্ক: কারাবান্দী বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর গুরুতর অসুস্থতার খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এগ্রিকালচারিস্টস' এসোসিয়েশন অব বাংলাদেশ এ্যাব এর আহবায়ক কৃষিবিদ রাশিদুল হাসান হারুন ও সদস্য সচিব প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান।