ইসলামিক ডেস্ক:সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় অনুষ্ঠিত ৪২তম বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে তৃতীয় স্থান অর্জন করেছেন বাংলাদেশের হাফেজ সালেহ আহমদ তাকরিম। স্থানীয় সময় বুধবার (২২ সেপ্টেম্বর) রাতে মক্কার পবিত্র হারাম শরিফে একটি বর্ণাঢ্য অনুষ্ঠানে চূড়ান্ত বিজয়ীদের মধ্যে তৃতীয় বিজয়ী হিসেবে তাকরিমের নামও ঘোষণা করা হয়। এ সময় তার হাতে এক লাখ রিয়াল (প্রায় সাড়ে ২৭ লাখ টাকা) পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়।

ইসলামিক ডেস্ক:প্রাচীনকালে মুসলিম বিজ্ঞানীরা অনেক কিছু আবিষ্কার করেছিলেন। বিভিন্ন সময়ে মুসলিমদের আবিষ্কারসমূহ মানব সভ্যতাকে বিশেষভাবে সমৃদ্ধ করেছে। এভাবে এক সময় মুসলমানদের হাত ধরে বিজ্ঞান আজ স্বর্ণযুগে পদার্পণ করেছে।  ইসলামের সর্বপ্রথম বিজ্ঞানী জাবির ইবনে হাইয়ান যাকে রসায়ন বিজ্ঞানের জনক বলা হয়।

ড. মোঃ শরিফুল ইসলাম:
ভূমিকাঃ অ্যান্টিবায়োটিক-মুক্ত পোল্ট্রি উৎপাদন সাম্প্রতিক বছরগুলিতে একটি আলোচিত বিষয়। অনেক দেশ অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্ট-এর বৃদ্ধির প্রবর্তক হিসাবে প্রাণী খাদ্যে অ্যান্টিবায়োটিক ব্যবহার নিষিদ্ধ করেছে। বিশ্বের অন্যান্য দেশে মানুষের জন্য চিকিত্সায় গুরুত্বপূর্ণ অ্যান্টিবায়োটিকগুলিকে নিয়ন্ত্রিত বা অপসারণ করা হয়েছে, এমনকি পোল্ট্রি উৎপাদনে উল্লেখযোগ্যভাবে হ্রাস করা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্যোগে বিশ্বব্যাপী “বিশ্ব এ্যান্টিবায়োটিক সচেতনতা সপ্তাহ” (১৬-২২ নভেম্বর) পালন করা হয়েছে। এর উদ্দেশ্য হলো, মানুষকে এটা মনে করিয়ে দেয়া যে অ্যান্টিবায়োটিক-প্রতিরোধী ক্ষমতাসম্পন্ন ব্যাকটেরিয়ার সংখ্যা ক্রমশই বাড়ছে, তাই এটি ব্যবহারের ক্ষেত্রে সতর্ক হওয়া দরকার। সুতরাং সময় থাকতে আমাদের সকলেরই সচেতন হতে হবে।

ইসলামিক ডেস্ক:সর্বক্ষেত্রেই ভরসা রাখুন মহান আল্লাহর উপর সবচেয়ে বড় যে লাভটা হয়, তা হলো, জীবনের কোনো সমস্যাকেই আর ‘বড়’ মনে হয় না। আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস এমন এক প্রোটেকশান, যেটা দিয়ে সব সমস্যার মোকাবেলা করা যায়। অন্তত কখনও ভেঙে পড়তে হয় না। মানসিক শক্তির একটা তেজ থাকে। দুনিয়ার জীবনে এই শক্তির জায়গাটা থাকলে আর কী লাগে?

ইসলামিক ডেস্ক: মুমিন-মুসমানদের সুযোগ পেলেই সৎকর্ম করার চেষ্টা করা প্রয়োজন। মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের অন্যতম হাতিয়ার হলো সৎকর্ম করা। যে মুমিন মহান আল্লাহর সন্তুষ্টির জন্য একনিষ্ঠভাবে সৎকর্ম করবে, মহান আল্লাহ তাকে হায়াতে তাইয়্যেবাহ দান করার ঘোষণা দিয়েছেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘যে ব্যক্তি মুমিন থাকা অবস্থায় সৎকর্ম করবে, সে পুরুষ হোক বা নারী, আমি অবশ্যই তাকে উত্তম জীবন-যাপন করাব এবং তাদেরকে তাদের উৎকৃষ্ট কর্ম অনুযায়ী প্রতিদান অবশ্যই প্রদান করব। ’ (সুরা নাহল, আয়াত : ৯৭)

ইসলামিক ডেস্ক:অত্যধিক রাগ মানুষকে উদ্ধত, বদমেজাজি ও অহঙ্কারী করে তোলে। মানব জীবনে রাগ ভয়ঙ্কর একটি ব্যাধি। রাগ একটি নীরব ঘাতক। গবেষণা থেকে জানা যায়, অতিরিক্ত রাগ শরীরে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। অতিরিক্ত রেগে গেলে শরীরে অ্যাড্রিনালিন হরমোনের মাত্রা বেড়ে যায়। উচ্চ রক্তচাপম বুকে ব্যথা, তীব্র মাথাব্যথা, মাইগ্রেন অ্যাসিডিটির মতো অনেক শারীরিক রোগ দেখা দিতে পারে। দেখা দিতে পারে ডিপ্রেশন বা বিষন্নতা। বাড়তে পারে স্ট্রেস। ফলে হৃদরোগের ঝুঁকি বাড়তে পারে। রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। অতিরিক্ত রাগ মানুষের আয়ুষ্কাল কমিয়ে দেয়। কারণ গবেষণায় দেখা গেছে সুখী মানুষ দীর্ঘদিন বাঁচে।