অন্তরে অণু পরিমাণও অহংকার জান্নাতে প্রবেশের অন্তরায়

ইসলামিক ডেস্ক্:মানুষের শেষ ও চিরস্থায়ী বাসস্থান জান্নাত। দুনিয়ার চলমান এ জীবনই শেষ কথা নয়। এ জীবনের পরেই শুরু হবে পরকালের সীমাহীন চিরস্থায়ী জীবন। যে জীবনের শুরু আছে কিন্তু শেষ নেই। সে জীবনে যারা সফলকাম হবে তাদের জন্য চিরস্থায়ী জান্নাত। আর যারা ব্যর্থ তাদের জন্যও রয়েছে চিরস্থায়ী জাহান্নাম। দুনিয়াতে এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না, যারা জান্নাতে যেতে চান না।

ইবনে মাসঊদ (রাঃ) হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে অণু পরিমাণও অহংকার থাকবে, সে জান্নাতে প্রবেশ করবে না। (এ কথা শুনে) এক ব্যক্তি জিজ্ঞাসা করল, ‘মানুষ তো পছন্দ করে যে, তার কাপড়-চোপড় সুন্দর হোক, তার জুতা সুন্দর হোক, (তাহলে সেটাও কি অহংকারের মধ্যে গণ্য হবে?)’ তিনি বললেন, নিশ্চয় আল্লাহ সুন্দর, তিনি সৌন্দর্য ভালবাসেন। অহংকার হচ্ছে সত্যকে প্রত্যাখ্যান করা ও মানুষকে তুচ্ছজ্ঞান করা। মুসলিম ২৭৫

আসুন আমরা অহংকার থেকে মুক্ত থাকি। অতীতের ভুল-ক্রুটি শুধরে মহান রাব্বুল আলামিনের নির্দেশিত সরল পথ অনুসরণ করি। নিশ্চয়ই মহান রাব্বুল আলামিন ক্ষমাশীল ও পরম দয়ালু।-আমিন