শেকৃবিতে ইউজিসি ও ইউনেসকোর যৌথ উদ্যোগে “Social Emotional Wellbeing Orientation and Peer-to-Peer Learning Session” অনুষ্ঠিত

এগ্রিলাইফ২৪ ডটকম: বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও ইউনেসকোর যৌথ উদ্যোগে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে “Social Emotional Wellbeing Orientation and Peer-to-Peer Learning Session” অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এ অনুষ্ঠানটি শনিবার শেকৃবি’র টিএসসি অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।

সকাল ১০টায় শেকৃবি’র উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল লতিফ অনুষ্ঠানের উদ্বোধন করেন। উদ্বোধনী পর্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক সৈয়দ তানভীর রহমান।

দুপুর ১২টায় ইউনেসকোর প্রোগ্রাম অফিসার রাজু দাশের বক্তব্যের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব। এরপর অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অভিজ্ঞতা ও পরিকল্পনা তুলে ধরেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের অবন্তী রায়, প্রাণরসায়ন ও অণুজীববিজ্ঞান বিভাগের আব্দুল্লাহ আল মামুন, শেকৃবি’র কৃষি অর্থনীতি অনুষদের আরাফাত রহমান অভি এবং অ্যানিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের রাবেয়া আক্তার।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ইউজিসি’র চেয়ারম্যান অধ্যাপক ড. এস. এম. এ. ফায়েজ। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “তোমাদেরকে শারীরিক ও মানসিকভাবে শক্তিশালী হতে হবে। দেশের ১৭০টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা সম্মিলিতভাবে মানসিক ও শারীরিক শক্তিতে বলীয়ান হয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসি’র সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান, পিএইচডি; অধ্যাপক ড. মোঃ সাইদুর রহমান; অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন; অধ্যাপক ড. মাছুমা হাবিব; শেকৃবি’র উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল লতিফ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউজিসি’র আন্তর্জাতিক সহযোগিতা বিভাগের পরিচালক জেসমিন পারভিন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেকৃবি’র উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ বেলাল হোসেন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শারমীন।

অনুষ্ঠানে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।