সমন্বিত ডিগ্রি বাধ্যতামূলক করা প্রাণিসম্পদ গ্র্যাজুয়েটদের ভবিষ্যৎকে বিপর্যস্ত করবে-বাংলাদেশ অ্যানিমেল হাজবেন্ড্রি অ্যালামনাই অ্যাসোসিয়েশন

এগ্রিলাইফ ডেস্ক: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সর্বশেষ প্রজ্ঞাপন (স্মারক নং: ৩৯.০০.০০০০.১১৭.৯৯.০১৩.২৪-৬২০, তারিখ: ০৫ নভেম্বর ২০২৪) জারি করে বিসিএস (পশুসম্পদ) ক্যাডারে ভবিষ্যতে শুধুমাত্র বিএসসি ইন ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিমেল হাজবেন্ড্রি সমন্বিত ডিগ্রিধারীদের আবেদন যোগ্যতা নির্ধারণের সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ অ্যানিমেল হাজবেন্ড্রি অ্যালামনাই অ্যাসোসিয়েশন।

সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বলেন, এই প্রজ্ঞাপন দেশের বিদ্যমান দুইটি স্বতন্ত্র ও বিশেষায়িত ডিগ্রি—অ্যানিমেল হাজবেন্ড্রি (AH) এবং ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (DVM) কে কার্যত অগ্রাহ্য করছে। এটি সম্পূর্ণ অযৌক্তিক, বৈষম্যমূলক এবং পেশাগত মর্যাদাবিরোধী বলে মন্তব্য করেন তারা।

বিবৃতিতে আরও বলা হয়, দেশের প্রাণিসম্পদ খাত সমৃদ্ধ করতে যেখানে সেক্টরভিত্তিক বিশেষজ্ঞ তৈরি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেখানে দুটি স্বতন্ত্র পেশাকে কৃত্রিমভাবে ‘মেকআপ কোর্স’ এর মাধ্যমে একীভূত করার উদ্যোগ জাতীয় স্বার্থের পরিপন্থী। অ্যানিমেল হাজবেন্ড্রি ও ভেটেরিনারি মেডিসিন দুটি পৃথক কিন্তু পরিপূরক শাখা; ভেটেরিনারি মেডিসিন চিকিৎসা ও রোগ নিরাময়ে বিশেষজ্ঞ তৈরি করে, অন্যদিকে অ্যানিমেল হাজবেন্ড্রি সেক্টর প্রাণি পুষ্টি, প্রজনন, ব্যবস্থাপনা, ডেইরি–পোল্ট্রি–মাংস উৎপাদন এবং ফার্ম ইকোনমিক্সে দক্ষ জনবল গড়ে তোলে।

বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করে বলা হয়, এই সিদ্ধান্ত দেশের হাজারো প্রাণিসম্পদ গ্র্যাজুয়েটদের ভবিষ্যৎকে বিপর্যস্ত করবে, খাতকে রুগ্ন করে তুলবে এবং ক্রমবর্ধমান আমিষের চাহিদা পূরণে দেশের আমদানি নির্ভরতা আরও বাড়াবে। এতে খাদ্য ও পুষ্টি নিরাপত্তা ঝুঁকিতে পড়বে।

অ্যাসোসিয়েশন মনে করে, প্রাণিসম্পদ উন্নয়নের জন্য ডিপার্টমেন্ট অফ লাইভস্টক সার্ভিসেস (DLS)-কে প্রাণি উৎপাদন ও প্রাণিচিকিৎসা এই দুই শাখায় বিভক্ত করা সময়ের দাবি। বিশেষজ্ঞ নিয়োগ নিশ্চিত হলে খাত আরও শক্তিশালী হবে।

বাংলাদেশ অ্যানিমেল হাজবেন্ড্রি অ্যালামনাই অ্যাসোসিয়েশন প্রজ্ঞাপনকে বিভেদমূলক, অযৌক্তিক ও বৈষম্যমূলক উল্লেখ করে অবিলম্বে তা বাতিলের দাবি জানিয়েছে। পাশাপাশি পেশাগত মর্যাদা রক্ষা এবং যোগ্য গ্র্যাজুয়েটদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে।

বিবৃতিতে আহ্বায়ক মোঃ নুরু মিয়া এবং সদস্য সচিব প্রফেসর ড. মোহাম্মদ আশিকুল ইসলাম তাদের স্বাক্ষর করেন।