সমন্বিত ডিগ্রি বাধ্যতামূলক করা পেশাবিরোধী ও বৈষম্যমূলক-বাংলাদেশ অ্যানিমেল হাজবেন্ড্রি অ্যাসোসিয়েশন

এগ্রিলাইফ ডেস্ক: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্প্রতি জারি করা প্রজ্ঞাপন (স্মারক নং: ৩৯.০০.০০০০.১১৭.৯৯.০১৩.২৪-৬২০, তারিখ: ০৫ নভেম্বর ২০২৪) অনুযায়ী ভবিষ্যতে বিসিএস (পশুসম্পদ) ক্যাডারের প্রবেশ স্তরের সকল পদ শুধুমাত্র সমন্বিত ডিগ্রি বিএসসি ইন ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিমেল হাজবেন্ড্রি ধারীদের মাধ্যমে পূরণের সিদ্ধান্তের কঠোর নিন্দা জানিয়েছে বাংলাদেশ অ্যানিমেল হাজবেন্ড্রি অ্যাসোসিয়েশন।

অ্যাসোসিয়েশনের সভাপতি প্রফেসর ড. মো. আবুল হাশেম এবং মহাসচিব মো. রফিকুল ইসলাম খান (ডন) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বলেন, মন্ত্রণালয়ের এই সিদ্ধান্ত দেশের দীর্ঘদিনের দুইটি পৃথক ও স্বতন্ত্র ডিগ্রি অ্যানিমেল হাজবেন্ড্রি (AH) এবং ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (DVM) কে কার্যত অগ্রাহ্য ও অবমূল্যায়ন করার সামিল। তারা এটিকে অযৌক্তিক, বৈষম্যমূলক এবং পেশাগত মর্যাদার ওপর সরাসরি আঘাত বলে অভিহিত করেন।

বিবৃতিতে আরও বলা হয়, দেশের প্রাণিসম্পদ খাত টেকসই উন্নয়নের জন্য যেখানে সেক্টরভিত্তিক বিশেষজ্ঞ তৈরি অপরিহার্য, সেখানে একটি ৬ মাসের ৩০ ক্রেডিটের ‘মেকআপ কোর্স’-এর মাধ্যমে দুটি ভিন্ন পেশাকে একীভূত করা অত্যন্ত অদূরদর্শী উদ্যোগ। এটি প্রাণিসম্পদ খাতের ভবিষ্যৎ উন্নয়নের অন্তরায় হবে এবং দেশের পুষ্টি নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলবে।

অ্যাসোসিয়েশন উল্লেখ করে, ভেটেরিনারি মেডিসিন মূলত প্রাণির চিকিৎসা ও রোগ নিরাময়ে বিশেষজ্ঞ তৈরি করে; অপরদিকে, অ্যানিমেল হাজবেন্ড্রি ডেইরি, পোল্ট্রি, মাংস উৎপাদন, প্রাণি পুষ্টি, প্রজনন, ফার্ম ম্যানেজমেন্ট এবং অর্থনৈতিক উন্নয়নে বিশেষজ্ঞ জনবল তৈরি করে। দুটি ভিন্ন শাখার এই পেশাজীবীদের একটি সমন্বিত ডিগ্রির মাধ্যমে প্রতিস্থাপন করার যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা প্রাণিসম্পদ খাতকে রুগ্ন করে তুলবে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।

বিবৃতিতে আরও বলা হয়, দেশের ক্রমবর্ধমান প্রাণিজ পণ্য উৎপাদন, কৃষক পর্যায়ের খামার উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা এবং প্রয়োগ গবেষণায় স্ব-স্ব বিষয়ে বিশেষজ্ঞ নিয়োগই হওয়া উচিত মূল লক্ষ্য। কিন্তু ব্যক্তিগত ও প্রভাবশালী মহলের স্বার্থে এমন সিদ্ধান্ত নেওয়া হলে খাতটি বিশৃঙ্খলা ও অদক্ষতার মুখে পড়বে।

বাংলাদেশ অ্যানিমেল হাজবেন্ড্রি অ্যাসোসিয়েশন দৃঢ়ভাবে বিশ্বাস করে যে, ডিপার্টমেন্ট অব লাইভস্টক সার্ভিসেস (DLS)–কে প্রাণি উৎপাদন ও প্রাণিচিকিৎসা এই দুই শাখায় বিভক্ত করা হলে খাতের প্রকৃত উন্নয়ন ত্বরান্বিত হবে।

তারা এই সিদ্ধান্তকে বিভেদমূলক, পেশাবিরোধী ও বৈষম্যমূলক উল্লেখ করে অবিলম্বে প্রজ্ঞাপনটি বাতিলের দাবি জানান। পাশাপাশি দেশের হাজারো অ্যানিমেল হাজবেন্ড্রি গ্র্যাজুয়েটের ন্যায্য অধিকার ও পেশাগত মর্যাদা নিশ্চিতের জন্য সরকারের জরুরি উদ্যোগ কামনা করেন।