মালয়েশিয়ান ইউনিভার্সিটি এলামনাই অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (MUAAB) এর আহবায়ক কমিটি গঠন

এগ্রিলাইফ২৪ ডটকম: মালয়েশিয়ার বিভিন্ন ইউনিভার্সিটি হতে গ্র্যাজোয়েশনকৃত বাংলাদেশীদের নিয়ে মোঅ্যাব (MUAAB) গঠন করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ডিন প্রফেসর ড মোঃ আব্দুল বাসেত মিয়াকে আহ্বায়ক ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যানতত্ত্ব বিভাগের প্রফেসর ড জসিম উদ্দিন কে সদস্য সচিব করে ২১ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলো: ড গোলাম ফারুক (মহাপরিচালক, গম গবেষণা ইনস্টিটিউট), ড আব্দুল লতিফ (পরিচালক, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট), প্রফেসর ড মোহাম্মদ আলমগীর কবীর (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়), প্রফেসর ড নাদিয়া নেওয়াজ রিমি (ঢাকা বিশ্ববিদ্যালয়), প্রফেসর ড পারভেজ আনোয়ার (বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়), প্রফেসর ড মোঃ সাজ্জাদ হোসেন ( দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়), প্রফেসর ড মোহাম্মদ আক্তারুজ্জামান খাঁন (IIUC), প্রফেসর ড লুৎফুল এলাহী কাউসার (শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়), প্রফেসর ড এস এম রফিকুল ইসলাম (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়), ড মাহবুবুর রহমান (বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট), প্রফেসর ড এ এস এম সাইফুল্লাহ (মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়), ইন্জিনিয়ার মোহাম্মদ আমিনুল এহসান (উপসচিব, আইসিটি মন্ত্রণালয়), ড মোঃ হারুনুর রশিদ (চিংড়ি গবেষণা কেন্দ্র, বাগেরহাট), ড নাসরিন সুলতানা (পরিচালক, বাংলাদেশ প্রানীসম্পদ গবেষণা ইনস্টিটিউট), ড কে এম রেজাউল করিম (বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউট), ড আব্দুল্লাহ আল মামুন (বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট), ড মোহাম্মদ নাদির বিন আলী (ডেফোডিল ইউনিভার্সিটি), ড মোহাম্মদ আসাদ উল্লাহ (বিনা), ড প্রধান মাহবুব ইবনে সিরাজ (এআইইউবি)।

মোঅ্যাব বাংলাদেশ এর বিভিন্ন ইউনিভার্সিটি ও গবেষণা প্রতিষ্ঠান এ অবস্থানরত এলামনাইগণ এর মধ্যে সেতুবন্ধন তৈরি করে মালয়েশিয়ান হাইকমিশন এর সহযোগিতায় মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর সাথে সম্পৃক্ত হয়ে বাংলাদেশের গবেষণার উন্নয়নে কাজ করতে চায়।