শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুর উপজেলায় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ অনুযায়ী প্রাকৃতিক মৎস্যসম্পদ ধ্বংসকারী নিষিদ্ধ চায়না দুয়ারী জাল বিরোধী অভিযান পরিচালনা করেছে উপজেলা মৎস্য দপ্তর।
শনিবার সকাল থেকে দুপুর পযন্ত আমরুল খালের ব্রিজ থেকে রঙ্গিলা ঘাট পযন্ত বাঙালী নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় প্রায় দেড় লক্ষাধিক টাকার ৩২টি চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল খালের ব্রিজ নামক স্থানে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ রাশেদ হাসান নেতৃত্বে অভিযানে থানার এসআই রাসেল আহমেদ ও সঙ্গীয় ফোর্স,সাংবাদিকবৃন্দ,উপজেলা মৎস্য অফিসের কর্মচারীবৃন্দ এবং স্থানীয় জনগণ সার্বিক সহযোগিতা প্রদান করেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ রাশেদ হাসান বলেন, "প্রাকৃতিক মৎস্যসম্পদ রক্ষায় জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।"