সিকৃবি'র উদ্যোগে লাক্কাতুরা বাগানে প্রান্তিক সুবিধাভোগীদের মাঝে গোলমরিচের চারা বিতরণ ও রোপণ

এগ্রিলাইফ২৪ ডটকম: সিলেট কৃষি বিদ্যালয়ের ফসল উদ্ভিদ বিজ্ঞান ও চা উৎপাদন প্রযুক্তি বিভাগ কর্তৃক পরিচালিত ও BAS-USDA কর্তৃক অর্থায়িত Good Agricultural Practices for Maximizing Production of Black pepper in the Varied Agro-ecological Regions of Sylhet গবেষণা প্রকল্পের আওতায় লাক্কাতুরা চা বাগানের প্রান্তিক সুবিধাভোগীদের মাঝে গোলমরিচের চারা বিতরণ ও বাগানে চারা রোপণ করা হয়েছে।

০৪ জুলাই (শুক্রবার) উক্ত অনুষ্ঠানে সিকৃবি’র পক্ষে উপস্থিত ছিলেন প্রকল্পের প্রধান গবেষক প্রফেসর ড. মাসুদুর রহমান, বিশেষ অতিথি প্রকল্পের সহযোগী গবেষক ও ছাত্র পরামর্শ নির্দেশনা পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ সামিউল আহসান তালুকদার, কীটতত্ব বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. ফুয়াদ মন্ডল, কৃষিতত্ত্ব ও হাওর গবেষণা বিভাগের অধ্যাপক প্রফেরস ড. মোঃ সাজ্জাদ হোসেন, শিক্ষার্থী, কর্মকর্তা ও প্রমূখ। লাক্কাতুরা বাগানের সিনিয়র এসিস্ট্যান্ট ম্যানেজারের পৃষ্ঠপোষকতায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাগানের ম্যানেজার আনোয়ার হোসাইন।

বক্তারা প্রান্তিক পর্যায়ের মানুষের আর্থসামাজিক উন্নয়নে বসতবাড়ির আশেপাশে ফলজ ও কাষ্ঠল বৃক্ষে গোলমরিচ চাষ, নূন্যতম পরিচর্যা এবং অর্থনৈতিক উন্নয়নে এর গুরুত্ব তুলে ধরেন।

সিলেট অঞ্চলের আবহাওয়া ও মাটি গোলমরিচ চাষের উপযোগী। কৃষি বনায়ন পদ্ধতিতে বসত বাড়ির আঙিনায় অতিরিক্ত জমি ব্যয় না করে প্রান্তিক পর্যায়ের মানুষ উক্ত ফসল চাষ করে নিজেদের প্রয়োজন মিটিয়ে অতিরিক্ত উপার্জন করতে পারেন। এছাড়াও চা বাগানের ছায়া প্রদানকারী গাছে বানিজ্যিক ভাবে গোলমরিচ চাষ চা বাগানের অতিরিক্ত উপার্জনের মাধ্যম হতে পারে এবং দেশীয় উৎপাদনের মাধ্যমে গূরুত্বপূর্ন এই মশলার প্রায় শতভাগ আমদানী নির্ভরতা দূর করতে পারে।