
এগ্রিলাইফ২৪ ডটকম: আজ মঙ্গলবার (০৪ নভেম্বর ২০২৫) বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) সদর দপ্তরে 'Productivity Enhancement of Mustrad-Boro-T.Aman Cropping System in Bangladesh' শীর্ষক প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জাতিসংঘের ফুড এন্ড এগ্রিকালচার অর্গানাইজেশন (এফএও) এর অর্থায়নে ব্রির রাইস ফার্মিং সিস্টেমস্ (আরএফএস) বিভাগ এ কর্মশালার আয়োজন করে।
ব্রির প্রশিক্ষণ ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রির মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামান। ব্রির পরিচালক (গবেষণা) ড. মো. রফিকুল ইসলাম এর সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর কৃষি বিশ্ব বিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. এম ময়নুল হক, এফএও এর পরামর্শক অধ্যাপক পরিমল কান্তি বিশ্বাস, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. একেএম রুহুল আমীন, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এর পরিচালক ড. মঞ্জুরুল কাদির, সার্ক কৃষি কেন্দ্রের পরিচালক ড. মো. হারুনূর রশীদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (মনিটরিং ও বাস্তবায়ন) ড. মো. জামাল উদ্দিন এবং ব্রির আরএফএস বিভাগের প্রাক্তন মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহম্মদ নাসিম।
কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্রির আরএফএস বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা এবং প্রধান ড. মো. ইব্রাহিম।
কর্মশালায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই), বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি), বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি), বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিএআরআই) সহ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং কৃষক প্রতিনিধিবৃন্দ অংশ নেন।
























