
এগ্রিলাইফ২৪ ডটকম:দেশের এনিমেল হেলথ সেক্টরে নতুন মাত্রা যোগ করতে আরহাম এগ্রোভেট লিমিটেডে হেড অব বিজনেস হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ শাহজাহান। চলতি মাসের ১ নভেম্বর থেকে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।
দীর্ঘ কর্মজীবনে মোহাম্মদ শাহজাহান দেশের শীর্ষস্থানীয় ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর এগ্রি বিজনেস ডিপার্টমেন্টে গুরুত্বপূর্ণ পদে থেকে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তার সমৃদ্ধ অভিজ্ঞতা ও দক্ষ নেতৃত্বে আরহাম এগ্রোভেট লিমিটেড দেশের প্রাণিসম্পদ খাতে আরও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
নিজ দায়িত্ব গ্রহণ উপলক্ষে মোহাম্মদ শাহজাহান বলেন, “সুস্থ জাতি ও সুন্দর বাংলাদেশের ভবিষ্যৎ নির্মাণে প্রাণী, মৎস্য ও প্রাণিসম্পদ সেক্টরের অবদান অনস্বীকার্য। এই অবদানকে আরও এগিয়ে নিতে খামারিদের কাছে মানসম্মত ও কার্যকর পণ্য পৌঁছে দিতে চাই। সকলের সহযোগিতায় এই লক্ষ্য অর্জনে কাজ করব।”
তার এই নেতৃত্বে আরহাম এগ্রোভেট লিমিটেড নতুন উদ্যমে এগিয়ে যাবে এমনটাই প্রত্যাশা করছে দেশের এনিমেল হেলথ অঙ্গন।
























