"FOODTECH DHAKA-2024"-দেশের খাদ্য শিল্পকে সমৃদ্ধ করবে

এগ্রিলাইফ২৪ ডটকম: রাজধানী ঢাকায় “গ্রেইনটেক বাংলাদেশ- ২০২৪”-এর পাশাপাশি একই সাথে অনুষ্ঠিত হতে যাচ্ছে "FOODTECH DHAKA-2024"; আগামী এপ্রিল ২৫ থেকে ২৭ এপ্রিল তিন দিনব্যাপি ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (ICCB)-তে এ মেলা অনুষ্ঠিত হবে। "FOODTECH DHAKA-2024"-দেশের খাদ্য শিল্পকে সমৃদ্ধ করতে গুরুত্পূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন এর আয়োজকরা।

আন্তর্জাতিকমানের এ মেলায় প্রদর্শিত হবে ফুড, বেভারেজ, বেকারি, রাইস মিল, আটা ও সুজি মিল, বিস্কুট প্লান্ট, ইন্ডাস্ট্রিয়াল ওভেন, চা ও কফি মেশিন, কোল্ড স্টোরেজ, ডেইরি প্রোসেসিং, মিট প্রোসেসিং, বোতল ফিলিং মেশিন, ল্যাব ইকুইপমেন্ট, ফুড ইনগ্রেডিয়েন্ট, মশলা প্রোসেসিং ও প্যাকেজিং টেকনোলজি, ইঙ্কজেট প্রিন্তিং, কোডিং, মার্কিং, লেবেলিং, অটোমেশন টেকনোলজি ও ইন্ডাস্ট্রি।

আগামী বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল ১১টায় প্রদর্শনী উদ্বোধন করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোহাম্মদ তাজুল ইসলাম, এমপি।

কোনো প্রকার প্রবেশ ফি ছাড়াই প্রতিদিন সকাল ১০ টা থেকে সন্ধ্যা ০৭ টা পর্যন্ত দর্শনার্থিরা এ মেলাটি উপভোগ করতে পারবেন।

পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) এবং লিমরা এক্সিবিউশন্স যৌথভাবে এসব প্রদর্শনীর আয়োজন করছে। প্রদর্শনী গুলোতে বাংলাদেশ, তুরস্ক, থাইল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি, ইতালি, স্পেন, ভিয়েতনাম, কোরিয়া, কানাডা, ইন্দোনেশিয়া, পাকিস্তান, সিঙ্গাপুর, জাপান, চীন, ভারতসহ ২২টি দেশের ৩৫০টি কোম্পানি এবং তাদের নির্বাচিত এজেন্টরা তাদের পণ্য ও প্রযুক্তি প্রদর্শন করবে বলে জানা গেছে।