বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রদলের উদ্যোগে ১৯৭১ সালের মার্চ থেকে ২০২৪ সালের গণ-অভ্যুত্থান পর্যন্ত সকল শহীদদের স্মরণে এক বিশেষ পদযাত্রার আয়োজন করা হয়েছে। আজ রবিবার (১৬ মার্চ) বাকৃবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. তরিকুল ইসলাম তুষার ও ছাত্রদল নেতা শাহিনের নেতৃত্বে এই পদযাত্রা অনুষ্ঠিত হয়।

বাকৃবি প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল এক শান্তিপূর্ণ ও ভাবগম্ভীর পরিবেশে সম্পন্ন হয়েছে। এতে ছাত্রদলের নেতাকর্মীদের পাশাপাশি এতিম, অসহায় ও দুস্থ মানুষের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য।

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রদলের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে দুস্থ, এতিম ও গরিবদের সাথে নিয়ে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন চত্বরে ওই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে দুই হাজারেরও অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এছাড়াও দুস্থ ও সমাজের সুবিধা বঞ্চিত মানুষ ইফতার মাহফিলে অংশগ্রহণ করে।

বাকৃবি প্রতিনিধিঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রদলের সদস্য সচিব মো. শফিকুল ইসলাম বলেন, "ইফতারে শিক্ষার্থীদের ঢল প্রমাণ করে ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের মন জয় করেছে। আর এর মাধ্যমে তারা বাকৃবিকে জাতীয়তাবাদের আঁতুড়ঘরে পরিণত করে সুস্থ ধারার রাজনীতির রোল মডেল হিসেবে প্রতিষ্ঠা করতে সফলভাবে এগিয়ে যাচ্ছে।"

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বৃহত্তর দিনাজপুর জেলা সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। ২০২৫-২৬ মেয়াদের জন্য গঠিত কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক ড. মো. আমির হোসেন এবং সাধারণ সম্পাদক হয়েছেন কৃষি রসায়ন বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী রেজভী আহমেদ জনি।

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পিএইচডি স্টুডেন্টস এসোসিয়েশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের শহীদ সাদ ইবনে মমতাজ পিএইচডি ডরমেটরিতে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

বাকৃবি প্রতিনিধিঃ পবিত্র মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য উপলক্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ মার্চ) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের পশুপালন অনুষদের গ্যালারিতে এ আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ও পশুপালন অনুষদের শিক্ষার্থী মো. আজিজুর হকের সভাপতিত্বে এবং সংগঠক মাসুদ রানার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ময়মনসিংহ জোনের কেন্দ্রীয় প্রতিনিধি ফুয়াদ হাসান এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক সাকিব উল হাসান। এছাড়াও সংগঠনের সদস্য সচিব পিয়ার হোসেন মাসুম ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফিজুল ইসলামসহ প্রায় ৭০ জন শিক্ষার্থী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

এসময় মো. আজিজুর হক জানান, " আমরা এমন একটি সুন্দর ক্যাম্পাস গঠন করতে চাই, যেখানে কোনো ধরনের অন্যায় বা চাঁদাবাজি থাকবে না। ২৪ এর অভ্যুত্থানের পরবর্তী সময়ে দেশে যেন কোনো বৈষম্যের ঠাঁই না হয়, সে বিষয়েও আমাদের নজর দিতে হবে। এ লক্ষ্যে আমরা সকলের সহযোগিতা কামনা করছি।"

ফুয়াদ উল হাসান জানান, ৫ আগস্টের পর আমরা যে রকম ক্যাম্পাস আশা করেছিলাম, তা পাইনি। আমরা চাই, অভ্যুত্থানের আশা-আকাঙ্ক্ষা পুরো দেশে ছড়িয়ে পড়ুক, একটি সুন্দর দেশ গড়ে উঠুক। আর এর জন্য সংগঠিত হওয়া ছাড়া বিকল্প নেই। শিক্ষার্থীদের রাজনীতির সঙ্গে যুক্ত হতে হবে, তবে অবশ্যই রাজনী‌তি সচেতন হ‌তে হ‌বে, যাতে সকল অপকর্ম রুখে দেওয়া যায়।