এগ্রিলাইফ২৪ ডটকম: "নিরাপদ পোল্ট্রি ও পোল্ট্রিজাত পণ্যের বাজার উন্নয়ন"-এর লক্ষে নেত্রকোনা প্রাণিসম্পদ অফিসে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রাণিসম্পদ কার্যালয়ে ডিএলএস ও দু:স্থ স্বাস্থ্য কেন্দ্র-আর এম টিপি প্রকল্পের আয়োজনে জেলার পোল্ট্রি এসোসিয়েশন ও সংশ্লিষ্ট এক্টররা এক ত্রৈমাসিক সমন্বয় সভায় যোগদান করেন।