
এগ্রিলাইফ২৪ ডটকম: অদ্য ০৩ নভেম্বর ২০২৫ খ্রি. তারিখে বরিশাল বিভাগীয় বিজেআরআই কল্যাণ সমিতির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে আগামী দুই বছরের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি র সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ড. এস. এম. মনিরুজ্জামান, পিএসও, প্রোডাক্ট ডেভেলপমেন্ট বিভাগ এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ড. মোঃ আল-মামুন, পিএসও, জেনেটিক রিসোর্সেস ও বীজ বিভাগ।
এছাড়া গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হয়েছেন:
সহ-সভাপতি: মোহাম্মদ মনিরুজ্জামান, এসএসও এবং সাদিয়া আফরিন জুঁই, এসএসও;
যুগ্ম সম্পাদক: ড. মোঃ শিবলী নোমান, এসএসও এবং সৈয়দ আফলাতুন কবির হিমেল, এসও;
সাংগঠনিক সম্পাদক: মোঃ রফিকুল ইসলাম, লাইব্রেরিয়ান;
কোষাধ্যক্ষ: মোঃ আতিকুল ইসলাম, সহকারী পরিচালক।
সমিতির উপদেষ্টা হিসেবে রয়েছেন ড. মাহমুদ আল হোসেন, পরিচালক (পিটিসি); ড. এ. এস. এম. কামরুজ্জামান, পিএসও; এবং মোঃ নাজমুল হাসান, উপ-পরিচালক।
সম্মেলনে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটে কর্মরত বরিশাল বিভাগের সর্বস্তরের বিজ্ঞানী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা বিজেআরআই-এর গবেষণা কার্যক্রমকে আরও বেগবান ও ত্বরান্বিত করার প্রত্যয় ব্যক্ত করেন।
নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত সবাইকে পারস্পরিক সম্পর্ক দৃঢ়করণ এবং বিজেআরআই-এর সর্বাঙ্গীন কল্যাণে একযোগে কাজ করার আহ্বান জানান।
























