রোগীর সেবা-যত্ন করা, খোঁজ-খবর নেওয়ার কথা বলে ইসলাম

ইসলামিক ডেস্ক:আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, সহকর্মী বা প্রতিবেশিদের কেউ অসুস্থ হলে তার সেবাযত্ন করা আমাদের একান্ত কর্তব্য ও দায়িত্বও বটে। প্রত্যেক মুমিন মুসলমানের উচিত তার জন্য দোয়া করা এবং তার খোঁজ-খবর নেওয়া; তাকে সহযোগিতা করা। তাকে আনন্দ ও প্রশান্তি দেওয়ার সর্বাত্মক প্রচেষ্টা করা। ইসলাম বারবার সে কথাই বলে।

রোগী দেখা, তার সেবা-যত্ন করা, খোঁজ-খবর নেওয়া, সান্তনা দেওয়া নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুমহান আদর্শ ও সুন্নাত।  প্রিয় নবী (সা:) অসুস্থ ব্যক্তির সেবা করাকে নেক আমল ও ইবাদত হিসেবে ঘোষণা করেছেন। অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে তিনি প্রশান্তি অনুভব করে, সাহস অর্জন করে, দুশ্চিন্তামুক্ত হয়।

হাদিসের বর্ণনায় এসেছে-
হজরত আলি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি সকালে কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবে, তার জন্য ৭০ হাজার ফেরেশতা সন্ধ্যা পর্যন্ত তার জন্য দোয়া করতে থাকে। আর যে সন্ধ্যায় রোগী দেখতে যায়, তার জন্য সকাল পর্যন্ত ৭০ হাজার ফেরেশতা দোয়া করে... । (তিরমিজি)

মহান আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে অসুস্থদের প্রতি খোঁজ-খবর নেওয়ার তাওফিক দান করুন। আমিন।