২০ অক্টোবর পবিত্র ঈদে মিলাদুন্নবী

ইসলামিক ডেস্ক:আগামী ২০ অক্টোবর পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা) পালিত হবে। বৃহস্পতিবার ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

এতে বলা হয়, বাংলাদেশের আকাশে বৃহস্পতিবার কোথাও ১৪৪৩ হিজরি সালের রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। তাই, আগামীকাল ৯ অক্টোবর থেকে রবিউল আউয়াল মাস গণনা করা হবে।  এর পরিপ্রেক্ষিতে আগামী ১২ রবিউল ২০ অক্টোবর পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা) পালিত হবে।

বৃহস্পতিবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।