শেকৃবিতে বিনম্র শ্রদ্ধায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

ক্যাম্পাস প্রতিনিধি: বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। অমর একুশের প্রথম প্রহরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো: শহীদুর রশীদ ভূইয়া।

এসময় ট্রেজারার অধ্যাপক ড. মো: নজরুল ইসলাম, পোস্ট গ্রাজুয়েট স্টাডিজের ডিন অধ্যাপক ড. অলোক কুমার পাল, ফিশারিজ, একোয়াকালচার এন্ড মেরিন সাইন্স অনুষদের ডিন অধ্যাপক ড. এ. এম. সাহাবুদ্দিন, গবেষণা পরিচালক অধ্যাপক ড. মো: আব্দুর রাজ্জাক, ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মো: ফরহাদ হোসেন, পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস এর পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুল হক কাজল, আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মো: মোফাজ্জল হোসাইন, প্রক্টর অধ্যাপক ড. মো: হারুন-উর-রশিদ, রেজিস্ট্রার শেখ রেজাউল করিম, বিভিন্ন হলের প্রভোস্ট, বিভাগীয় চেয়ারম্যান, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি এস এম মাসুদুর রহমান মিঠু, সাধারণ সম্পাদক মো: মিজানুর রহমান, শিক্ষক, কর্মকর্তা, ছাত্র-ছাত্রী ভাইস-চ্যান্সেলর মহোদয়ের সঙ্গে ছিলেন।

ভাইস-চ্যান্সেলরের পর শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন- শিক্ষক সমিতি, নীল দল, সাদা দল, শেকৃবি শাখা ছাত্রলীগ, বিভিন্ন হল, বিভাগ, কর্মচারী সংগঠন, সাংবাদিক সমিতি, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।