আগামী ২৫ ডিসেম্বর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ৪৪ তম-ব্যাচের গেট টুগেদার

রাজধানী প্রতিনিধি:আগামী ২৫ ডিসেম্বর ২০২২ ইং রোজ রবিবার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ৪৪ তম-ব্যাচের গেট টুগেদার আয়োজিত হতে যাচ্ছে। আজ বৃহস্পতিবার রাজধানীর পুলিশ প্লাজায় নৌ পুলিশ হেডকোয়ার্টার-এ অনুষ্ঠিত ৪৪ তম ব্যাচের কার্যকরী পরিষদ সদস্যদের সভা শেষে এ সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন ব্যাচের সাধারণ সম্পাদক কৃষিবিদ সীডের এমডি, শরীফ মোহম্মদ তসলিম রেজা।

সভায় আগামী ২৫ শে ডিসেম্বর গেট টুগেদার এর সকল বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। গেট টুগেদার উপলক্ষে ব্যাচের ৫ম সংস্করণ সুন্দর একটি সুভেনির তৈরি করা হয়েছে বলে জানানো হয়।

আসন্ন গেট টুগেদার প্রোগ্রামকে সামনে রেখে ব্যাচের সভাপতি মোঃ শফিকুল ইসলাম বিপিএম ( বার) পিপিএম এডিশনাল আইজিপি-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ব্যাচ কমিটির সহ সভাপতি, যুগ্মসচিব যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ড. আবুল হোসেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ড. মোঃ নাজমুল আমীন মজুমদার (তামান্না), ব্যাচের কার্যকরী পরিষদের সদস্য শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এস এম আলম, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. জি এম ফারুক (ডন),  আইএমইডির পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিচালক ( যুগ্ম-সচিব)  পুলক কান্তি বড়ুয়া, খামার বাড়ীর ডিএই অতিঃ পরিচালক ড. ফ. ম. মাহবুবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।