ট্রেনে কাটা পড়ে বাকৃবি শিক্ষকের ছেলের মৃত্যু

বাকৃবি প্রতিনিধি:বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) এক অধ্যাপকের ছেলে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে। ছেলেটি বিশ্ববিদ্যালয়ের পশুপুষ্টি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আল-মামুনের বড় ছেলে সোয়াইব (১৬)।

বৃহস্পতিবার (১৪ জুলাই) রাত ১০ টার দিকে বিশ্ববিদ্যালয়ের জব্বারের মোড়ে অবস্থিত ঢাকা-ময়মনসিংহগামী রেললাইনে ওই ঘটনাটি ঘটে। শুক্রবার (১৫ জুলাই) সকালে মারা যাওয়ার বিষয়টি বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ মহির উদ্দীন। তিনি আরও জানান, শুক্রবার সকালে লাশটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশটি দাফনের ব্যবস্থা করা হবে।

পরিবার সূত্রে জানা গেছে, সোয়াইব কৃষি বিশ্ববিদ্যালয় হাই স্কুলের ৯ম শ্রেণীর একজন ছাত্র ছিলেন। বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আল মামুন ও লেখিকা আহমেদ শিমুর পরিবারের তিন সন্তানের মধ্যে বড় ছেলে সোয়াইব। শিক্ষকের ছেলের এমন মৃত্যুতে শোক ছড়িয়ে পড়েছে পুরো বিশ্ববিদ্যালয়ে।