বাকৃবিতে ‘পদ্মাসেতু: দক্ষিণবঙ্গে কৃষিব্যবসা ও আর্থ সামাজিক উন্নয়নে এক অপার সম্ভাবনা’ শীর্ষক লোক বক্তৃতা অনুষ্ঠিত

ক্যাম্পাস ডেস্ক:বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অভ্ এগ্রিবিজনেস এন্ড ডেভেলাপমেন্ট স্টাডিস (আইএডিএস) এর উদ্যোগে আগামী ২৫ জুন ২০২২ বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়নে সপ্নের পদ্মা সেতুর শুভ উদ্বোধন উপলক্ষে বাকৃবির কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজ বিজ্ঞান অনুষদীয় কনফারেন্স রুমে আজ সোমবার (২০ জুন) সকাল ১১ ঘটিকায় ‘পদ্মাসেতু:দক্ষিণবঙ্গে কৃষিব্যবসা ও আর্থ সামাজিক উন্নয়নে এক অপার সম্ভাবনা’ শীর্ষক লোক বক্তৃতা অনুষ্ঠিত হয়।

আইএডিস এর সহযোগী প্রফেসর ড. শাকিলা সালাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যায়ের ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে লোক বক্তা হিসেবে বক্তৃাতা প্রদান করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যায়ের সাবেক ভাইস চ্যান্সেলর একুশে পদকপ্রাপ্ত ইমিরেটাস প্রফেসর  ড. এম এ সাত্তার মন্ডল এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিবিসি নিউজ এর সম্পাদক মিডিয়া ব্যাক্তিত্ব প্রণব সাহা, বাকৃবির ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. খান মোঃ সাইফুল ইসলাম এবং কলেজ অব এগ্রিকালচারাল সাইন্সেস, আইইউবিএটি এর ডিন প্রফেসর ড. মোঃ শহিদুল্লাহ মিয়া।

আইএডিস এর পরিচালক প্রফেসর ড. মোঃ সাইদুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কৃষি অর্থনীতি বিভাগের প্রফেসর ড. ইসমত আরা বেগম।

অনুষ্ঠিত আলোচনা সভায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যায়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।