শিক্ষার্থীদের দাবি সমাধানের আশ্বাস বাকৃবি ছাত্র বিষয়ক উপদেষ্টার

আবুল বাশার মিরাজ, বাকৃবি প্রতিনিধি:বিশ্ববিদ্যালয়ের সার্বিক বিষয় নিয়ে নব-নিযুক্ত ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. খান মোঃ সাইফুল ইসলমের সাথে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) সাংবাদিক সমিতির ২০২২ কার্যনির্বাহী কমিটির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টার কার্যালয়ে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সভায় বিশ্ববিদ্যালয়ের সম-সাময়িক বিভিন্ন সমস্যা, অনলাইনে সেমিস্টার ফি প্রদান, শিক্ষার্থীদের দ্রুত আইডি কার্ড প্রদান, হলে নবীন শিক্ষার্থীদের গেস্টরূম বন্ধ করা, সিট বানিজ্য, ক্যাম্পাসে বহিরাগতদের দৌরাত্ম্য বন্ধ করা, নির্ধারিত সময়ে মেয়েদের হলে প্রবেশ ও নিরাপত্তা নিশ্চিত করা, মাদকের বিস্তার রোধ , হল মেরামতের কাজে অসংগতি এবং শিক্ষার্থীদের বিভিন্ন দাবিসহ ক্যাম্পাসের নিরাপত্তার বিষয়গুলো তুলে ধরেন  বাকৃবি সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ। এ সময় ছাত্র বিষয়ক উপদেষ্টা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সমস্যাগুলো দ্রুত নিরসনে পদক্ষেপ গ্রহণের আশ্বাস জানান।

মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা ছাড়াও প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ মহির উদ্দীন, সহকারী প্রক্টর অধ্যাপক ড. মোঃ শফিকুল ইসলাম এবং বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভা শেষে নব-নিযুক্ত ছাত্র বিষয়ক উপদেষ্টাকে ফুলেল শুভেচ্ছা জানান সাংবাদিক সমিতির সদস্যরা।