শাবিপ্রবি শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে সিকৃবিতে মানববন্ধন

এস এম রায়হানুল নবী, সিকৃবি প্রতিনিধিঃশাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত (সিলেট) শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলা ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের স্বেচ্ছাচারীতার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে সিলেট কৃষি  বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

সোমবার (১৭ জানুয়ারি) বিকাল ৫ ঘটিকায় সিলেট কৃষি  বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে  তারা এ কর্মসূচি পালন করেন।

ডির্পাটমেন্ট অফ এপিডেমিওলজি এন্ড পাবলিক হেলথ বিভাগের শিক্ষার্থী ডাঃ অনন্যা তালুকদার জেনির সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ডাঃ মুজাহিদুল ইসলাম, ডাঃ মো জাহিদ হোসেন, ডাঃ মো খাদেমুল ইসলাম।

বিক্ষোভ সমাবেশে সিকৃবি'র ভেটেরিনারি অনুষদের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী জাহিদ হোসেন  বলেন, 'একটি  বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর উপর ন্যক্কারজনক হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায়না।স্বাধীন দেশে নির্বিচারে পুলিশ দেশের সম্পদের (শিক্ষার্থী) ওপর কীভাবে গুলি চালায় তা বোধগম্য হয় না।অচিরেই এর সাথে জড়িত সকল দোষীদের দৃষ্টান্ত শাস্তির দাবি জানাচ্ছি।'

মানববন্ধনে এই হামলার তীব্র নিন্দা জানান এবং অনতিবিলম্বে এমন পৈশাচিক হামলার নির্দেশ দেয়ার অপরাধে শাবিপ্রবি ভিসির পদত্যাগের দাবী জানান।