কেআইবি'র নিরাপত্তা কর্মী মরহুম ইয়াকুব আলীর গ্রাচুইটি ও প্রভিডেন্ট ফান্ড-এর অর্থ হস্তান্তর

রাজধানী প্রতিনিধি:কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ-এর নিরাপত্তা কর্মী ইয়াকুব আলীর পাওনাদি গ্রাচুইটি এবং প্রভিডেন্ট বাবদ মোট  ৯ লাখ ৮৮ হাজার ৯৪১ টাকা তার স্ত্রী ইয়াসমিন বেগম-এর হাতে চেকের মাধ্যমে হস্তান্তর করা হয়েছে। আজ সোমবার (২৮ নভেম্বর) দুপুরে কেআইবি  মহাসচিব-এর কার্যালয়ে এ চেক তুলে দেন কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ-এর মহাসচিব কৃষিবিদ মো: খায়রুল ইসলাম প্রিন্স। এ সময় উপস্থিত ছিলেন কৃষিবিদ মো: নজরুল ইসলাম।

কেআইবি মহাসচিব বলেন, কৃষিবিদ ইনস্টিটিউশন সবসময় কল্যাণমুখী কাজের সাথে জড়িত। কৃষিবিদসহ কেআইবিতে কর্মরত-কর্মকর্তা কর্মচারী সকলের সুখে-দুখে সবসময় পাশে তাকে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ। এ ধরনের কাজকর্মে নিজেদের সম্পৃক্ত রাখতে পেরে কেআইবি'র সকল নেতৃবৃন্দ সবসময় সর্বোতোভাবে সহযোগিতা করে থাকেন।

সর্বস্তরের কৃষিবিদরা কেআইবি'র এ ধরনের কল্যাণমুখী কার্যক্রমকে স্বাগত জানান। তারা বলেন,নিঃসন্দেহে এটি একটি প্রশংসনীয় কাজ এজন্য তারা KIB-এর নেতৃবৃন্দদের আন্তরিক ধন্যবাদ জানান।

প্রসঙ্গত, কেআইবি’র নিরাপত্তা কর্মী মরহুম ইয়াকুব আলী খান গত বছরের (২০২০) ২৫ ডিসেম্বর ইন্তেকাল করেন।