এগ্রিলাইফ২৪ ডটকম:বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও প্রখ্যাত অভিনেতা, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদের বড় ভাই মাহমুদ সাজ্জাদ- এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. লুৎফুল হাসান। তিনি এক শোক বার্তায় বলেন, মরহুম মাহমুদ সাজ্জাদের পাঁচ ভাইয়ের মধ্যে তার ছোট ভাই কে এম খালিদ বর্তমানে সংস্কৃতি প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন এবং ম হামিদ বাংলাদেশ টেলিভিশনের সাবেক মহাপরিচালক।
তিনি আরও বলেন, কলেজ জীবন থেকেই একাধারে মঞ্চ, টিভি ও চলচ্চিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিত ছিলেন মাহমুদ সাজ্জাদ। স্বীয় অভিনয়ের মাধ্যমে মাহমুদ সাজ্জাদ মানুষের হৃদয়ে আজীবন বেঁচে থাকবেন। ভাইস-চ্যান্সেলর মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।