শেকৃবিতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উদযাপিত

শেকৃবি প্রতিনিধি:শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উদযাপিত হয়েছে। এবারের জাতীয় মৎস্য সপ্তাহের প্রতিপাদ্য 'বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি'। মৎস্য অধিদপ্তরের সহযোগিতা ও বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ, একোয়াকালচার এন্ড মেরিন সায়েন্স অনুষদের আয়োজনে আজ ০৪ সেপ্টেম্বর ২০২১ রোজ শনিবার সকাল ১১টায় শেকৃবি'র বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল সংলগ্ন পুকুরসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পুকুরে রুই জাতীয় ১৫০ কেজি মাছের পোনা অবমুক্ত করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর  ড. মোঃ শহীদুর রশীদ ভুঁইয়া।।

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন শেকৃবি'র মাননীয় ট্রেজারার প্রফেসর ড. মোঃ নজরুল ইসলাম,  মৎস্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক খঃ মাহবুবুল হক, মৎস্য অধিদপ্তরের পরিচালক আজিজুল হক, মৎস্য অধিদপ্তরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাঃ আতিয়ার রহমান, শেকৃবি'র  গবেষণা পরিচালক প্রফেসর ড. মোঃ আব্দুর রাজ্জাক, ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক প্রফেসর ড. মোঃ ফরহাদ হোসেন, পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস এর পরিচালক প্রফেসর ড. মোঃ মিজানুল হক কাজল, ফিশারিজ, একোয়াকালচার এন্ড মেরিন সায়েন্স অনুষদের  ডিন প্রফেসর ড. কাজী আহসান হাবীব, এএসভিএম অনুষদের ডিন প্রফেসর ড. লাম-ইয়া-আসাদ, প্রক্টর প্রফেসর ড. হারুন-উর- রশীদ, একোয়াকালচার বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. এ এম এম সাহাবুদ্দিন ও ফিশারিজ, একোয়াকালচার এন্ড মেরিন সায়েন্স অনুষদের অন্যান্য শিক্ষকবৃন্দ ও মৎস্য অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

মাছের পোনা অবমুক্তির পর এক বর্ণাঢ্য শোভাযাত্রা  বিশ্ববিদ্যালয় চত্ত্বরে প্রদক্ষিন করে শেখ কামাল  ভবনের সামনে এসে শেষ হয়। এরপর সকাল ১১.৩০ মিনিটে শেখ কামাল ভবনে অবস্থিত  ফিশারিজ, একোয়াকালচার এন্ড মেরিন সায়েন্স অনুষদের সভাকক্ষে অনুষদের ডিন জাতীয়  মৎস্য সপ্তাহ-২০২১ উদযাপন কমিটি, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সভাপতি প্রফেসর প্রফেসর ড. কাজী আহসান হাবীবের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেকৃবি'র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শহীদুর রশীদ ভূইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেকৃবি'র ট্রেজারার প্রফেসর ড. মোঃ নজরুল ইসলাম ও মৎস্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক খঃ মাহবুবুল হক।

আলোচনা সভায় বক্তরা বলেন, মৎস্য বিজ্ঞানী ও সম্প্রসারণ কর্মীদের অক্লান্ত পরিশ্রমের কারনেই মাছ উৎপাদনে আজ বিপ্লব সাধিত হয়েছে। বক্তারা আরো বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বোচ্চ গুরুত্ব ও পৃষ্ঠপোষকতা দিচ্ছেন বলেই মাছ চাষে বাংলাদেশ বিশ্বে তৃতীয় স্থানে উঠে এসেছে। জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা গড়তে মৎস্য খাত বিশেষ ভূমিকা রাখবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।