বাকৃবিতে কৃষি, খাদ্য ব্যবস্থা, জলবায়ু পরিবর্তন সংক্রান্ত সমস্যা,কোভিড-১৯ প্রভাববিষয়ক বছরব্যাপী ওয়েবিনার সিরিজের কম্পেন্ডিয়াম প্রকাশ

কৃষিবিদ দীন মোহাম্মদ দীনু,বাকৃবি:বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি বিভাগের উদ্যোগে কৃষি, খাদ্য ব্যবস্থা, জলবায়ু পরিবর্তন সংক্রান্ত সমস্যা,কোভিড-১৯ প্রভাব বিষয়ক বছরব্যাপী ওয়েবিনার সিরিজের কম্পেন্ডিয়াম প্রকাশনার উদ্বোধনী ৩১ মে সোমবার রাতে অনলাইনে অনুষ্ঠিত হয়েছে। কৃষি অর্থনীতি বিভাগের প্রধান প্রফেসর ড. হুমায়ুন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের  ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. লুৎফুল হাসান। বাকৃবির এমিরেটাস প্রফেসর ওসাবেক ভিসি প্রফেসর ড.এমএ সাত্তার মন্ডলের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে সাবেক ভিসি, দেশী-বিদেশী শিক্ষক, গবেষক, সরকারী-বেসরকারী প্রতিনিধি ও শিক্ষার্থীগণ ওয়েবিনারে অংশ নেন।

জানা যায় গত ৩১ শে মে ২০২০ থেকে বাকৃবির প্রাক্তন ভাইস-চ্যন্সেলর এবং বর্তমান এমেরিটাস প্রফেসর ড এম এ সাত্তার মণ্ডল এর আহবানে এবং সার্বিক দিক নির্দেশনায় কৃষি অর্থনীতি বিভাগের উদ্যোগে ওয়েবিনার শুরু হয়।

ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. লুৎফুল হাসান বলেন, এই ১৫ টি গবেষণার উপস্থাপনাসমুহ একটি কম্পেন্ডিয়াম আকারে প্রকাশিত হয়েছে এটি নিঃসন্দেহে করোনা মহামারীতে মাইল ফলক হয়ে থাকবে ।এত কৃষি অর্থনীতি বিভাগ,বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় দেশে এবং আন্তর্জাতিক ভাবে শিক্ষা-গবেষণার ধারা অব্যাহত রেখে সুনাম বৃদ্ধি করেছে।

প্রফেসর ড এম এ সাত্তার মণ্ডল জানান, এসময়ে দেশীয় ০৯ (নয়) জন এবং আন্তজাতিকভাবে প্রথিতযসা ০৬ (ছয়) জন সহ মোট ১৫ (পনের) জন কৃতি কৃষি অর্থনীতিবিদগন তাদের গবেষণার ফলাফল ওয়েবিনার এ উপস্থাপন করেন। এই ১৫ টি গবেষণা উপস্থাপনাসমুহ একটি কম্পেন্ডিয়াম আকারে প্রকাশিত হচ্ছে- যার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, গবেষক এবং সরকারের নীতি-নির্ধারকগন তথ্য-সুত্র হিসাবে ব্যবহার করতে পারবে।

বিভাগের প্রধান প্রফেসর ড. হুমায়ুন কবীর জানান, আমাদের এই অনলাইন এ উপস্থাপনার সফলতার ফসল হিসাবে কৃষি অর্থনীতি বিভাগ এই বিশ্ববিদ্যালয়ে সর্বপ্রথম অনলাইন-এ এম.এস এর ক্লাস শুরু করে পরবর্তীতে এর ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয় সকল শিক্ষা লেবেলে অনলাইনে ক্লাস শুরু করে। আমাদের বিশ্ববিদ্যালয়ের অভিভাবক, আন্তর্জাতিক কৃষি বিজ্ঞানী, ভাইস- চ্যন্সেলর প্রফেসর ড. লুৎফুল হাসান  আমাদের এই ওয়েবিনার জন্যে উৎসাহ দিয়েছেন এবং কম্পেন্ডিয়াম প্রকাশে আর্থিক সহযোগিতা করেছেন।