কক্সবাজারে পোল্ট্রি সেক্টরের উন্নয়নে করণীয় শীর্ষক এক সমন্বয় সভা অনুষ্ঠিত

এগ্রিলাইফ২৪ ডটকম: পোল্ট্রি সেক্টরের উন্নয়নে কোস্ট ফাউন্ডেশন কর্তৃক কক্সবাজারে এক ত্রৈমাসিক সমন্বয় সভার আয়োজন করা হয়। সোমবার (২৯ মে) কক্সবাজার জেলা প্রানিসম্পদ অফিসে কক্সবাজার জেলায় মাঠ পর্যায়ে বাস্তবায়িত আর‌এমটিপি নিরাপদ পোল্ট্রি প্রকল্পের আওতায় এ সভাটি অনুষ্ঠিত হয়।

এতে জেলা প্রানিসম্পদ কর্মকর্তা জনাব ডাঃ সাহাব উদ্দিন সভাপতিত্ব করেন। পোল্ট্রি সেক্টরের উন্নয়নে করনীয় বিভিন্ন বিষয় নিয়ে সভায় আলোচনা করা হয়। প্রকল্পের বিভিন্ন কার্যক্রমের মধ্যে মাংস প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র, পোল্ট্রি ডায়াগনোষ্টিক ল্যাব ছিল অন্যতম। এছাড়াও কক্সবাজারের পোল্ট্রি সেক্টরের উন্নয়নে বিশেষ করে ডিম ও মাংস এর বাজার ব্যবস্থাপনা সম্পর্কে করনীয় কী সেই বিষয়ে সভায় আলোচনা করা হয়।

সভায় আরো উপস্থিত ছিলেন জেলা বিপনণ কর্মকর্তা জনাব শাহজাহান, উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা, সদর জনাব আতিকুল ইসলাম মিঞা, উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা, রামু জনাব অসিম কুমার, বাংলাদেশ পোল্ট্রি এসোসিয়েশনের সদস্য জনাব নয়ন শেলিনা, কক্সবাজার পোল্ট্রি এসোসিয়েশনের সভাপতি জনাব আব্দুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক জনাব আক্তার হোসেন প্রমুখ। আরো উপস্থিত ছিলেন বিভিন্ন কোম্পানির প্রতিনিধি, ডিলারগন, ছোট বড় খামারী ও ব্যবসায়ী, স্থানীয় প্রতিনিধি।

উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন কোস্ট ফাউন্ডেশন আর‌এমটিপি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক শাহজাদা হাসিবুর রহমান, প্রকল্প সংশ্লিষ্ট বিজনেস ডেভেলপমেন্ট অফিসার।

উক্ত সভার সার্বিক সঞ্চালনায় ছিলেন শাহজাদা হাসিবুর রহমান, প্রকল্প ব্যবস্থাপক, আর‌এমটিপি প্রকল্প, কোস্ট ফাউন্ডেশন, কক্সবাজার।