এজি এগ্রো ইন্ডাস্ট্রিজ লি: এর ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগে টেকনিক্যাল কর্মশালা অনুষ্ঠিত

এগ্রিলাইফ২৪ ডটকম: এজি এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড বিগত এক যুগ ধরে টেকনিক্যাল সার্ভিস প্রদানের মাধ্যমে পোল্ট্রি, গবাদিপশু ও মৎস্য খামার ব্যবস্থাপনায় অভূতপূর্ব অবদান রেখে চলেছে। উক্ত কর্মশালা গুলোতে সময়ের বিবর্তনে বিভিন্ন পরিবর্তনকে মাথায় রেখে সময়োপযোগী খামার ব্যবস্থাপনায় গুরুত্ব প্রদান করা হয়ে থাকে। প্রান্তিক পর্যায়ের পোল্ট্রি, গবাদিপশু ও মৎস্য খামারিদের স্বল্প খরচে, গুণগতমান সম্পন্ন পণ্য ব্যবহারে উদ্বুদ্ধকরণ এবং নিরাপদ খাদ্য ব্যবহারের মাধ্যমে পোল্ট্রি মাংস, দুধ, এবং মৎস্য উৎপাদনে এজি এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড কিভাবে কাজ করছে সে সম্বন্ধে ধারনা দেয়া হয় এবং ফিডের গুণাগুণ তুলে ধরা হয়।

এরই ধারাবাহিকতায় এজি এগ্রো টিম ২০২৩ সালের মার্চ মাসের দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহে চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে মোট দুইটি কর্মশালার আয়োজন করে। প্রতিটি কর্মশালায় প্রায় ৩৫/৪০ জন করে খামারি ও পরিবেশক বৃন্দ উপস্থিত ছিলেন। ময়মনসিংহ অঞ্চলের কর্মশালায় বিশেষ অতিথি হিসাবে ত্রিশাল , উপজেলা প্রানি সম্পদ কর্মকর্তা ডাঃ তানজিলা ফেরদৌসী লিমা উপস্থিত ছিলেন।

কর্মশালা গুলোতে গবাদিপশু পালন ও ব্যাবস্থাপনা পর্বে খামারিদের গবাদিপশু পালন সম্পর্কে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিদের্শনা প্রদান করা হয় এবং গবাদিপশুর বিভিন্ন রোগ বালাই সম্পর্কে বিশদ আলোচনা করা হয়।

মৎস্য চাষ ব্যাবস্থাপনা পর্বে মৎস্য চাষের আধুনিক প্রযুক্তি ব্যবহারের গুরুত্ব, সুষম খাদ্য ব্যবহারের প্রয়োজনীয়তা, সঠিক খাদ্য প্রয়োগ পদ্ধতি ও ব্যবস্থাপনা সম্পর্কে আলোচনা করা হয়।

উক্ত কর্মশালা গুলোতে মূল আলোচনায় ছিলেন ডাঃ শাহাদাত হোসেন, এ জি এম, ক্যাটল ফিড সেলস, ডাঃ মীর মোনায়েম হোসেন, এ জি এম, টেকনিক্যাল সার্ভিস এবং মোঃ মাহবুবুল হাসান, সিনিয়র ম্যানেজার, ফিশ ফিড সেলস। ময়মনসিংহ বিভাগের অনুষ্ঠানে ডিজিএম মোঃ মিজানুর রহমান এবং চট্টগ্রাম বিভাগের অনুষ্ঠানে এ জি এম ও জোনাল ম্যানেজার মোঃ সাফিকুল ইসলাম অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ,এম এম নুরুল আলম, জি এম, সেলস এন্ড মার্কেটিং। টেকনিক্যাল কর্মশালা গুলোতে ডিলার এবং খামারিরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে ওয়ার্কশপের সফলতা নিশ্চিত করেন।