টমেটো ফসলের সম্প্রসারণ গোদাগাড়ীর কৃষিকে সমৃদ্ধ করতে অনেক বড় অবদান রাখছে

মো: আমিনুল ইসলাম: টমেটো ফসলের সম্প্রসারণ বরেন্দ্র এলাকা গোদাগাড়ীর কৃষিকে সমৃদ্ধ করতে অনেক বড় অবদান রেখে চলেছে। বরেন্দ্রের লাল মাটি টমেটো চাষের জন্য উপযোগী। এছাড়াও চর অঞ্চলে বানিজ্যিকভাবে টমেটো চাষ বৃদ্ধি পাচ্ছে। কৃষক/ তরুন বেকার যুবকদের কর্মসংস্থানের লক্ষ্যে কাজ করে যাচ্ছে কৃষি বিভাগ।

রবিবার (২৬ ফেব্রুয়ারী) উচ্চমূল্যের ফসল উৎপাদন প্রযুক্তি (টমেটো) বিষয়ে গোদাগাড়ী উপজেলোর ঈশ্বরীপুর ব্লকে আয়োজিত এক মাঠ দিবসে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাজশাহীর উপপরিচালক কৃষিবিদ মোঃ মোজদার হোসেন।

প্রধান অতিথি বলেন, গোদাগাড়ীর টমেটো সমগ্র মার্কেটে বিক্রি হচ্ছে। বৈচিত্র্য বেড়েছে বরেন্দ্রের কৃষিতে, লাভের সন্ধান পেয়েছেন কৃষি উদ্যোক্তারা, আত্মকর্মসংস্থান সৃষ্টিসহ ভোক্তা পর্যায়ে চাহিদা মিটিয়ে টমেটো এখন পরিবর্তনশীল কৃষির নেতৃত্ব দিচ্ছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, গোদাগাড়ীর আয়োজনে ২০২২-২৩ ইং অর্থ বছরে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ এর মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় অনুষ্ঠিত মাঠ দিবসে গোদাগাড়ী উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মরিয়ম আহমেদ-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাজশাহীর জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ মোছাঃ উম্মে ছালমা।

এছাড়া আরো উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ নিভাস সরকার, অতিরিক্ত কৃষি সম্প্রসারণ অফিসার ডি.কৃষিবিদ মোঃ শফিকুল আলম, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ডি.কৃষিবিদ প্রফুল্ল কুমার সরকার ও উপসহকারী কৃষি অফিসার ডি.কৃষিবিদ মিষ্টি মন্ডল দাস।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন গোদাগাড়ী উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মরিয়ম আহমেদ। সমগ্র অনুষ্ঠন সঞ্চালনায় ছিলেন উপসহকারী কৃষি অফিসার ডি.কৃষিবিদ অতনু সরকার ।

উক্ত অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারী, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণী এবং গন্যমান্য ব্যক্তি-বর্গ এবং কৃষি তথ্য সার্ভিসের প্রতিনিধিসহ প্রায় ২০০ জন উপস্থিত ছিলেন।