বিনা'র ডিজি'র সাথে আফতাব বহুমুখী ফার্মস লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালকের সৌজন্য সাক্ষাত

এগ্রিলাইফ২৪ ডটকম:পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের মাধ্যমে কৃষি খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে তাৎপর্য্পূর্ণ অবদান রাখছে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ‍ইনস্টিটিউট (বিনা)। বিনা উদ্ভাবিত প্রযুক্তি কিভাবে প্রান্তিক চাষী পর্যায়ে জনপ্রিয় ও সহজলভ্য করা যায় সেই লক্ষ্যে বিনা ও বাংলাদেশের অন্যতম স্বনামধন্য প্রতিষ্ঠান কৃষি শিল্প প্রতিষ্টান আফতাব বহুমুখী ফার্মস লিমিটেড-এর মাঝে এক সমঝোতা চুক্তি স্বাক্ষরের লক্ষে আলোচনা হয়েছে।

সম্প্রতি ময়মনসিংহে বিনা'র কার্যালয়ে আয়োজিত উক্ত আলোচনায় উপস্থিত ছিলেন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ‍ইনস্টিটিউট এর মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম ও আফতাব বহুমুখী ফার্মস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক আবু লুৎফে ফজলে রহিম খান শাহরিয়ারসহ বিনা'র উর্ধতন বিজ্ঞানীবৃন্দ ।