
রাজধানী প্রতিনিধি: আগামী (২০২১-২০২৩) মেয়াদের জন্য বাংলাদেশ সীড এসোসিয়েশন’র নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে এম. আনিস উদ্ দৌলা এবং সাধারণ সম্পাদক হিসেবে এ এইচ এম হুমায়ুন কবীর নির্বাচিত হন। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) নির্বাচন বোর্ড ২০২১-এর চেয়ারম্যান খন্দকার রুহুল আমিন এবং সদস্য মোহাম্মদ রফিক ভূইয়া ও মোঃ ফরহাদ হোসেন এ তথ্য জানিয়েছেন।
এদিন বিকাল: ৪:০০ ঘটিকায় বিএসএ-এর কার্যালয়ে নব-নির্বাচিত পরিচালকদের মধ্য হতে সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য কর্মকর্তা পদের নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রতিটি (পাের্টফোলিও) কর্মকর্তা পদের বিপরীতে কোন প্রতিদ্বন্দী প্রার্থী না থাকায় নিম্নোক্ত ২০ জন নব-নির্বাচিত পরিচালকগণকে বিএসএ-এর (২০২১-২০২৩) মেয়াদী কার্যনির্বাহী কমিটিতে তাদের নামের পার্শ্বে বর্ণিত পদে নির্বাচিত বলে ঘােষণা করেন নির্বাচন বোর্ড।
২০২১-২০২৩ মেয়াদের জন্য নির্বাচিত কার্যনির্বাহী কমিটির তালিকা:
| ক্রম: | নব-নির্বাচিত পরিচালকগণের নাম | পদবী | প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা |
| ০১. | এম আনিস উদ দৌলা | সভাপতি | এসিআই লিমিটেড, ঢাকা। |
| ০২. | ড. মােঃ আলী আফজাল | সিনিয়র সহ-সভাপতি | কৃষিবিদ ফার্ম লিমিটেড, ঢাকা। |
| ০৩. | মো: আবুল খায়ের মুন্সী | সহ-সভাপতি | মেসার্স ফেনী বীজ ভান্ডার, ফেনী। |
| ০৪. | এ এইচ এম হুমায়ুন কবীর | সাধারণ সম্পাদক | সুরভী এগ্রো ইন্ডাষ্ট্রিজ লিমিটেড, ঢাকা। |
| ০৫. | মােঃ ইমরান হােসেন ইমন | সহ-সাধারণ সম্পাদক | জয়পাড়া সীড কোম্পানী, ঢাকা। |
| ০৬. | লুৎফর রহমান লিটন | সাংগঠনিক সম্পাদক | ঢাকা এগ্রো কেয়ার, ঢাকা। |
| ০৭. | মােঃ নজরুল ইসলাম | কোষাধ্যক্ষ | ইষ্ট বেঙ্গল সীড কোম্পানী, ঢাকা। |
| ০৮. | মােঃ আজিজুল হক | প্রচার সম্পাদক | ব্র্যাক, ঢাকা। |
| ০৯. | মােঃ শফিকুল ইসলাম | ক্রীড়া সম্পাদক | মেসার্স মােল্লা স্টোর, হবিগঞ্জ। |
| ১০. | মােঃ আবু তাহের | কার্যনির্বাহী সদস্য | ইউনাইটেড সীড স্টোর, ঢাকা। |
| ১১. | মােঃ আব্দুল বাসেত বেপারী | কার্যনির্বাহী সদস্য | মাসুদ সীড কোম্পানী, ঢাকা। |
| ১২. | কে এস এম মােস্তাফিজুর রহমান | কার্যনির্বাহী সদস্য | ন্যাশনাল এগ্রিকেয়ার ইমপােট এন্ড এক্সপোর্ট লিঃ ঢাকা। |
| ১৩. | তাজোয়ার মােহাম্মদ আউয়াল | কার্যনির্বাহী সদস্য | চেনস্ ক্রপ সায়েন্স বাংলাদেশ লিঃ, ঢাকা। |
| ১৪. | ওমর আল ফারুক (আরিফ) | কার্যনির্বাহী সদস্য | কোয়ালিটি সীড কোম্পানী, ঢাকা। |
| ১৫. | সেলিম উল্লাহ | কার্যনির্বাহী সদস্য | স্পেক্ট্রা এগ্রোভেট লিমিটেড, ঢাকা। |
| ১৬. | মােঃ আনােয়ার হােসেন | কার্যনির্বাহী সদস্য | বন্ধন জেনেটিক্স লিমিটেড, নীলফামারী। |
| ১৭. | মােঃ হাবিবুর রহমান | কার্যনির্বাহী সদস্য | মেসার্স হাজী বীজ ভান্ডার, পাবনা। |
| ১৮. | মােঃ বেনিয়াত হােসেন | কার্যনির্বাহী সদস্য | ডায়নামিক এগ্রো সায়েন্স, বগুড়া। |
| ১৯. | মোঃ মাহবুবুর রহমান | কার্যনির্বাহী সদস্য | ডুপন্ট বাংলাদেশ লিমিটেড, ঢাকা। |
| ২০. | মােহাম্মদ হাবিবুল্লাহ | কার্যনির্বাহী সদস্য | সিনজেনটা বাংলাদেশ লিমিটেড, ঢাকা। |
উক্ত কমিটি দায়িত্ব গ্রহণের দিন/তারিখ হইতে পরবর্তী দুই (২) বছর অথ্যাৎ (২৪ মাস) দায়িত্ব পালন করবেন বলে জানান নির্বাচন বোর্ড ২০২১-এর চেয়ারম্যান খন্দকার রুহুল আমিন এবং সদস্য মোহাম্মদ রফিক ভূইয়া ও মোঃ ফরহাদ হোসেন।



















