মেহেরপুর সদর উপজেলা AHMA-এর পূর্ণাঙ্গ কমিটি গঠিত

এগ্রিলাইফ২৪ ডটকম: প্রাণিসম্পদ ও মৎস্য সেক্টরের কিভিন্ন কোম্পানীতে কর্মরত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে গঠিত ফেসবুক গ্রুপ ও পেশাভিত্তিক সামাজিক সংগঠন এনিমেল হেলথ মার্কেটিং এসোসিয়েশন (AHMA)-এর মেহেরপুর সদর উপজেলা AHMA-এর পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। এতে  সভাপতি হিসেবে মোঃ হাসান তারেক (একমি) ও সাধারণ সম্পাদক হিসেবে মোঃ জাহিদুল ইসলাম রানা (কনফিডেন্স) নির্বাচিত হয়েছেন।

সোমবার (২০ সেপ্টেম্বর) চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলা Animal Health Marketing Association-এর আয়োজনে মেহেরপুর সদর উপজেলা প্রাণিসম্পদ অফিসে চুয়াডাঙ্গা-মেহেরপুর জেলার সভাপতি জনাব মোঃ মোস্তাক আহমেদের সভাপতিত্বে মেহেরপুর উপজেলা AHMA-এর সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জনাব কৃষিবিদ সাইদুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা প্রাণিসম্পদের ভেটেরিনারি সার্জন ডাঃ সৈয়দ ছাকিবুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জেলা সিনিয়র সহ-সভাপতি মোঃ আবু সায়েম, যুগ্ন সাধারন সম্পাদক মোঃখায়রুজ্জামান এবং মেহেরপুরের উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা জনাব সফিউদ্দীন আহমেদ।

সম্মেলনের সঞ্চালনায় ছিলেন সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম রেজা। সম্মেলনে ২১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।

নতুন কমিটিতে উপদেষ্টামন্ডলীঃ ০১.মেহেরপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ জনাব মোঃ সাইদুর রহমান, ০২.মেহেরপুর সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ তৌহিদুল ইসলাম, ০৩.মুজিবনগর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃকাজী নজরুল ইসলাম, ০৪.মেহেরপুর সদর উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ সৈয়দ ছাকিবুল ইসলাম। ০৫.মুজিবনগর উপজেলা প্রাণিসম্পদ অফিসের ভারপ্রাপ্ত ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ আঃ করিম রয়েছেন।

মেহেরপুর সদর উপজেলা AHMA-এর পূর্ণাঙ্গ কমিটি গঠিত
সভাপতিঃ মোঃ হাসান তারেক (একমি)
সহ সভাপতিঃ মোঃ শরিফুল ইসলাম (স্কয়ার)
সাধারণ সম্পাদকঃ মোঃ জাহিদুল ইসলাম রানা (কনফিডেন্স)
সহ সাধারণ সম্পাদকঃ মোঃ রুবেল হুসাইন মোল্লা SKF
সাংগঠনিক সম্পাদকঃ মোঃইব্রাহিম আলী (নাভানা)
প্রচার সম্পাদকঃ মোঃ আব্দুর রহমান (বেঙ্গল)
সহ প্রচার সম্পাদকঃ মোঃ হাকিম আলী (অপসনিন)
অর্থ সম্পাদকঃ মোঃ গোলাম রসুল বাদল (ইথিক্যাল)
দপ্তর সম্পাদকঃ শ্রী জনী রাহা (টেকনো)
ক্রীড়া ও বিনোদন সম্পাদকঃ মোঃ আশরাফুল ইসলাম সোহাগ (রেনেটা)

নতুন কমিটি গঠন করায় বিভিন্ন কোম্পানির উর্ধতন নির্বাহীরা নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন। কোম্পানীর উদ্যোক্তারা মনে করেন এ ধরনের উদ্যোগের ফলে একটি সুন্দর পরিবেশের মাধ্যমে এনিমেল হেলথ সেক্টর এ কর্মরত কর্মকর্তা ও কোম্পানি উদ্যোক্তাদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া এবং সুন্দর ও সহজ হবে।

দেশের আপামর জনগণ নিরাপদ প্রাণীজ আমিষের যোগান দিতে এনিমেল হেলথ মার্কেটিং এসোসিয়েশন (AHMA)-এর নবগঠিত কমিটি এবং সদস্যরা আরো অধিক দায়িত্বশীল এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে মনে করেন এনিমেল হেলথ সেক্টর এর সুধীজনেরা। তারা নবগঠিত কমিটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং নিজ নিজ দায়িত্বশীল কার্যকলাপের মাধ্যমে সেক্টরে গুরুত্বর্পর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান।