মাংস প্রক্রিয়াজাতকরণ প্ল্যান্ট স্থাপনের জন্য উদ্যোক্তা খুঁজছে জাকস ফাউন্ডেশন

এগ্রিলাইফ২৪ ডটকম:মাংস প্রক্রিয়াজাতকরণ প্ল্যান্ট স্থাপনের মাধ্যমে খামারিদের মুরগি বিক্রয় নিশ্চিতকরণ ও নিরাপদ মাংস উৎপাদন এবং ভোক্তাদের মাঝে নিরাপদ হিমায়িত মাংস সরবরাহ বৃদ্ধির লক্ষে উদ্যোক্তা খুঁজছে জাকস ফাউন্ডেশন। আগ্রহী উদ্যোক্তাকে অনুদান হিসেবে ৫ লক্ষ টাকা দেওয়া হবে এবং ১০ লক্ষ টাকা নিজস্ব উদ্যোক্তার তহবিল থেকে খরচ করতে হবে। ভোক্তা বা বায়ার তাদের চাহিদা অনুযায়ী রান, বুকের মাংস, উইংস, কলিজা ইত্যাদি ক্রয় করতে পারবে।

প্রকল্পের এলাকা:জয়পুরহাট সদর ও আক্কেলপুর উপজেলা।

*উদ্যোক্তা নির্বাচনের প্রক্রিয়া
১। আধুনিক ডিজাইন মোতাবেক প্রসেসিং প্লান্ট স্থাপন করার আর্থিক সক্ষমতা থাকতে হবে
২। হালাল, বিএসটিআই, হ্যাচাপ সনদায়ন নিয়ে কন্টাক ফার্মিং উৎপাদিত নিরাপদ মুরগির মাংস স্থানীয় চাহিদা মিটিয়ে দেশব্যাপী বিভিন্ন বায়ারের মাঝে বিক্রয় করতে হবে এবং অনলাইন প্লাটফর্মের মাধ্যমে বিক্রির ব্যবস্থা করতে হবে।
৩। প্ল্যান্টের মোট খরচের ২৫% প্রকল্প থেকে বরাদ্দ থাকবে বাকি খরচের ৭৫% উদ্যোক্তা নিজ থেকে খরচ করার আর্থিক সক্ষমতা থাকতে হবে।
৪। প্রকল্পর মেয়াদ শেষ হবার আগে কোনক্রমেই ব্যবসা বন্ধ করা যাবে না করলে প্রকল্প থেকে বরাদ্দকৃত অর্থ ফিরত দিতে হবে।

আগ্রহী উদ্যাক্তাগন আগামী ৩১ মে'২৩ এর মধ্যে নিমোক্ত ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে

ডা: মো: জহুর আলী,
প্রকল্প ব্যবস্থাপক,আরএমটিপি পোল্ট্রি
জাকস ফাউন্ডেশন, জয়পুরহাট।
মোবাইল-০১৭৪৪-৩৩১-৭০৪
ইমেইল : This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.