কৃষকদের কাছে জনপ্রিয়তার শীর্ষে এসিআই সীড

রাজধানী প্রতিনিধি: এসিআই সীড লিমিটেড কৃষকদের কাছে জনপ্রিয় একটি নাম। গুনগত মানে শ্রেষ্ঠ ও উচ্চ ফলনশীল, রোগ প্রতিরোধী হওয়ায় কৃষকদের কাছে দিনদিন তাদের বীজের চাহিদা বাড়ছে।

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ সীড কংগ্রেস-এ কৃষি সেক্টরের এ জনপ্রিয় প্রতিষ্ঠানটি অংশ গ্রহন করছে। আজ মেলার ২য় দিনে তাদের স্টলে বেশ ভিড় পরিলক্ষিত হয়। তিনদিন ব্যাপি এ মেলা আগামীকাল ১৩ ফেব্রুয়ারী শেষ হবে।

ফ্রেঞ্চফ্রাই, চিপসসহ খাবার উপযোগী পরবর্তী প্রজন্মের বীজআলু এসিআই আলু-১০, নেদারল্যান্ডসের ভ্যালেনসিয়ার বিশেষত্ব সম্পর্কে জানতে পারছেন তাদের প্যাভিলিয়নে। তাদের উৎপাদিত হাইব্রিড রাইসগুলি ক্রেতা-দর্শনার্থিদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। এছাড়া নাবী মৌসুমে সর্বোচ্চ ফলনশীল হাইব্রিড ভূট্টা বীজ "প্যাসিফিক ১৩৯", হাইব্রিড তরমুজ বীজ "থাইল্যান্ড-২" হাইব্রিড তরমুজ বীজ "বিগ টাচ" ইত্যাদির বীজ সম্পর্কে খোঁজ খবর নিচ্ছেন আগ্রহী দর্শনার্থিরা।



এসিআই সীডের বিজনেস ডিরেক্টর জনাব মিজানুর রহমান বাংলাদেশে ১ম বারের মত বাংলাদেশ সীড কংগ্রেস-২০২৩-এ তাদের প্যাভিলিয়ন (১১-১২) পরিদর্শন করার সাদর আমন্ত্রণ জানিয়েছেন।

৩ দিনব্যাপী সীড কংগ্রেস ২০২৩-এ এক হাজারের অধিক দেশী বিদেশী বিজ্ঞানী, কৃষিবিদ, গবেষক, সম্প্রসারণ কর্মী, বীজ ব্যবসায়ী, শিক্ষাবিদ, বীজ ডিলার, কৃষক প্রতিনিধি অংশগ্রহণ করছেন। এছাড়া, দেশী বিদেশী, সরকারি, বেসরকারি ৬০টি স্টল ও ১৩টি প্যাভিলিয়ন নিয়ে আকর্ষণীয় এ বীজ মেলার আয়োজন করা হয়েছে।

এ মেলা সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত জনগণের জন্য উন্মুক্ত থাকবে।