দেশে দুধ ও মাংসের উৎপাদন বৃদ্ধিতে DLS-এর পাশাপাশি কাজ করছে লাল তীর লাইভস্টক

এগ্রিলাইফ৩৪ ডটকম:দেশে দুধ ও মাংসের উৎপাদন বৃদ্ধিতে প্রাণিসম্পদ অধিদপ্তরের পাশাপাশি লাল তীর লাইভস্টক ব্যাপক অবদান রাখছে। হলস্টিন ফ্রিজিয়ান, শাহীওয়াল, রেড চিটাগাং ক্যাটল, মুন্সিগঞ্জ ক্যাটল, পাবনা জাতের গরু, নর্থ বেংগল গ্রে জাতের গরু ও মহিষের সিমেন এ আই কর্মীদের মাধ্যমে খামারিদের কাছে পৌঁছে দিচ্ছে লাল তীর লাইভস্টক।

লাল তীর লাইভস্টক ডেভেলপমেন্ট বিডি লিমিটেড এর উদ্যোগে ও iDE বাংলাদেশের সহায়তায় আজ ৩০ ই অক্টোবর রবিবার শ্রীমঙ্গল শহরের গ্রান্ড তাজ পার্টি সেন্টারে কৃত্রিম প্রজনন কর্মী প্রশিক্ষন পরবর্তী এক কর্মশালায় আলোচকবৃন্দ এসব কথা বলেন।

আলোচকরা আইডিই ও লাল তীর লাইভস্টক-সিলেট অঞ্চলের প্রাণিসম্পদ এর উন্নয়নে অবদান রাখায় লালতঅর লাইভস্টকের ভূয়শী প্রশংসা করেন। উদ্যোক্তা প্রজেক্ট এআই কর্মীদের কর্মসংস্থানের পাশাপাশি গ্রামীণ প্রান্তিক ও বানিজ্যিক খামারির গবাদিপশুর জাত উন্নয়নে ভূমিকা রাখবে বলে আশা করেন আলোচকরা।

কর্মশালায় সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ ডাঃ কর্ণ চন্দ্র মল্লিক, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ভানু লাল রায়, উপজেলা চেয়ারম্যান শ্রীমঙ্গল।

পোস্ট ট্রেনিং কর্মশালার লক্ষ্য ও উদ্দেশ্য  নিয়ে প্রারম্ভিক বক্তব্য প্রদান করেন কৃষিবিদ ডাঃ শাহাদাত হোসেন, হেড অফ সেলস- লাল তীর লাইভস্টক। অনুষ্ঠানটি পরিচালনা করেন জনাব তাপস চক্রবর্তী, ডিভিশনাল ম্যানেজার লাল তীর সীড লিমিটেড।



মূল প্রবন্ধ উপস্থাপন করেন কৃষিবিদ আসমা খাতুন, সিনিয়র সায়েন্টিফিক অফিসার লাল তীর লাইভস্টক। আইডি এর উদ্যোক্তা প্রজেক্ট সম্পর্কে অত্যন্ত চমৎকারভাবে বর্ণনা করেন জনাব পার্থ কুমার পাল, ফিল্ড অর্ডিনেটর, আইডিই বাংলাদেশ।

এ আই কর্মীদের মধ্যে মতামত প্রদান করেন রিপন কান্তি দেব, আব্দুল কাইয়ুম, আফজাল, সুজন ও বাবুল মিয়া। মহিলা উদ্যোক্তা ও খামারি হিসেবে তার মতামত ব্যক্ত করেন স্বপ্না কৈরি, জনাব মোঃ আবু সাঈদ সাধারণ সম্পাদক ডেইরি ফার্মার্স এসোসিয়েশন, শ্রীমঙ্গল।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আইডিইএ এর শ্রীমঙ্গল উপজেলা অনুপমা রায়, টেকনিক্যাল স্পেশালিষ্ট কৃষিবিদ আতিকুর রহমান, লাল তীর লাইভস্টক এর সোহেল রানা, আবুল হোসেন মন্ডল সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।