গোপালগঞ্জে ভাসমান কৃষির আধুনিক প্রযুক্তি বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নাহিদ বিন রফিক (বরিশাল): গোপালঞ্জে ভাসমান কৃষির আধুনিক প্রযুক্তির বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ০২ জুলাই শহরের সবুজবাগে ভাসমান বেডে সবজি ও মসলা চাষ, গবেষণা, সম্প্রসারণ ও জনপ্রিয়করণ প্রকল্পের (বারি অংগ) উদ্যোগে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। এ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বরিশালের আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের (আরএআরএস) মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো. রফি উদ্দিন।

অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে ছিলেন আয়োজক প্রতিষ্ঠানের প্রকল্প পরিচালক ড. মো. মোস্তাফিজুর রহমান তালুকদার। বিশেষ অতিথি ছিলেন বরিশালের বরিশালের আরএআরএসর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. গোলাম কিবরিয়া এবং প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো.আলিমুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোপালগঞ্জের বাংলাদেশ কৃষি গবেষণা ইনসিটটিউটের সরেজমিন গবেষণা বিভাগের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মহসীন হাওলাদার।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বরিশালের আরএআরএসর বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মাহবুবুর রহমান, বরিশালের কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিক প্রমুখ।

প্রধান অতিথি বলেন, গোপালগঞ্জে ভাসমান কৃষির যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তাই এখানকার ভাসমান বেডে আধুনিক প্রযুক্তি ব্যবহার করলে ফসলের উৎপাদন অনেকাংশে বাড়বে। এতে কৃষকরা লাভবান হবেন। সেই সাথে হবে তাদের জীবনমানের উন্নয়ন।  প্রশিক্ষণে গোপালগঞ্জের ৫ উপজেলার ৩০ জন কৃষক অংশগ্রহণ করেন।