বরিশালের ভাসমান বেডচাষিদের গোপালগঞ্জে উদ্বুদ্ধকরণ ভ্রমণ

নাহিদ বিন রফিক (বরিশাল) : বরিশালের ভাসমান বেডচাষিরা গোপালগঞ্জে উদ্বুদ্ধকরণ ভ্রমণ করেছেন। ১ জুলাই ভাসমান বেডে সবজি ও মসলা চাষ, গবেষণা, সম্প্রসারণ ও জনপ্রিয়করণ প্রকল্পের (বারি অংগ) উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষ্যে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো. রফি উদ্দিন।  

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক প্রতিষ্ঠানের প্রকল্প পরিচালক (বারি অংগ) ড. মো. মোস্তাফিজুর রহমান তালুকদার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. গোলাম কিবরিয়া, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আলিমুর রহমান, কর্মসূচি পরিচালক ড. মো. মাহবুবুর রহমান, কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিক প্রমুখ।

প্রধান অতিথি বলেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে ভাসমান কৃষির ভূমিকা অনন্য। তাই এর আবাদ কৌশল অবশ্যই আধুনিক উপায় হওয়া চাই। তাহলেই ফসলের উৎপাদন হবে আশানুরূপ। আপনারাও হবেন লাভবান। পরে প্রকল্প পরিচালকের নেতৃত্বে ভাসমান কৃষির গবেষণাপ্লটগুলো চাষিদের সরেজমিনে দেখানো হয়। এসময় তিনি বলেন, ভাসমান কৃষির গবেষণা, স¤প্রসারণ এবং জনপ্রিয় করাই প্রকল্পের মূল উদ্দেশ্য। তাই আপনাদেরকে দেখানো এসব প্রযুক্তি নিজ মাঠে প্রয়োগ করবেন। পাশাপাশি অন্যদের মাঝেও ছড়িয়ে দিবেন। তাহলেই এ প্রকল্পের সফলতা অর্জিত হবে।

উদ্বুদ্ধকরণ ভ্রমণে বরিশালের ৬০ জন কৃষক অংশগ্রহণ করেন।