বরিশালে ভাসমান কৃষির আধুনিক প্রযুক্তি বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নাহিদ বিন রফিক (বরিশাল): বরিশালে ভাসমান কৃষির আধুনিক প্রযুক্তি বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ বাবুগঞ্জ উপজেলার রহমতপুরের আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রে ভাসমান কৃষি প্রকল্পের উদ্যোগে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। এ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো. রফি উদ্দিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাসমান কৃষি প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. মোস্তাফিজুর রহমান তালুকদার।  বিশেষ অতিথি ছিলেন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. গোলাম কিবরিয়া এবং ড. মো. রফিকুল ইসলাম।

বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মাহবুবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. শহিদুল ইসলাম, বৈজ্ঞানিক কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম, বৈজ্ঞানিক কর্মকর্তা রাজি উদ্দিন,  বৈজ্ঞানিক কর্মকর্তা শর্মিলা দাস সেতু, বৈজ্ঞানিক কর্মকর্তা স্মৃতি হাসনা, কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিক প্রমুখ।



প্রধান অতিথি বলেন, নিরাপদ খাদ্য ও পুষ্টি সরবরাহে ভাসমান কৃষির অবদান অনন্য। এর উৎপাদিত ফসলের গুণগত মান বজায় থাকে। স্বাদও থাকে অটুট। সে কারণে, এর চাহিদা বেশি। বাজার মূল্য ভালো। তাই এর চাষাবাদ সম্প্রসারণ করা দরকার। তাহলে দেশের অতিরিক্ত ফসল উৎপাদনে ভাসমান কৃষি রাখতে পারবে বিরাট ভূমিকা।

প্রকল্প পরিচালক বলেন, ভাসমান কৃষির পুরোনো ঐতিহ্যকে ধরে রেখে এখানে বিজ্ঞানের ছোঁয়া লাগাতে হবে। তাহলেই কৃষিকে আরো এগিয়ে নেওয়া যাবে। তিনি আরো বলেন, ভাসমান বেডে সারাবছর শস্য উৎপাদন করা যায়। এর মাধ্যমে স্থানীয়ভাবে পুষ্টির চাহিদা পূরণ হবে। পাশাপাশি তাদের জীবনমানও হবে উন্নত।

প্রশিক্ষণে বরিশালের বাবুগঞ্জ, বানরীপাড়া, উজিরপুর এবং পিরোজপুরের নেছারাবাদ ও নাজিরপুরের ৬০ জন কৃষক অংশগ্রহণ করেন।