বরিশালে কৃষি উন্নয়ন প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত

নাহিদ বিন রফিক (বরিশাল): বরিশাল, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, বরগুনা, মাদারীপুর ও শরীয়তপুর কৃষি উন্নয়ন প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ নগরীর ব্রির সম্মেলন কক্ষে এই কর্মশালর আয়োজন করা হয়। এ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) পরিকল্পনা, প্রকল্প বাস্তবায়ন ও আইসিটি উইংয়ের পরিচালক দিলিপ কুমার অধিকারী। তিনি বলেন, এ প্রকল্পের মাধ্যমে অন্যান্য ফসলের পাশাপাশি ডাল ও তেল ফসলের আবাদ বৃদ্ধি পাবে। তাই এ অঞ্চলে লবণাক্ত সহনশীল জাত ব্যবহারে সচেতন হওয়া দরকার। পতিত জমিকে চাষের আওতায় আনা জরুরি। ফসলের উৎপাদন বাড়ানোর দিকেও নজর দিতে হবে। তাহলেই প্রকল্পের উদ্দেশ্য বাস্তবায়ন হবে।

ডিএই বরিশালের অতিরিক্ত পরিচালক হৃদয়েশ্বর দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডিএই ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক স্বপন কুমার খাঁ,  প্রকল্প পরিচালক জাহিদুল আলম এবং কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আলী জিন্নাহ।

পটুয়াখালী সদরের উপজেলা কৃষি অফিসার মার্জিন আরা মুক্তার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডিএই পটুয়াখালীর উপপরিচালক একেএম মহিউদ্দিন, বরিশালের উপপরিচালক মো. হারুন-অর- রশীদ, ঝালকাঠির উপপরিচালক মো. মনিরুল ইসলাম, ভোলার উপপরিচালক মো. হাসান ওয়ারীসুল কবীর, বরগুনার উপপরিচালক আবু সৈয়দ মো. জোবায়দুল আলম, হর্টিকালচার সেন্টারের উপপরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম, পটুয়াখালীর জেলা প্রশিক্ষণ অফিসার  মো. খায়রুল ইসলাম মল্লিক, বরিশালের জেলা বীজ প্রত্যয়ন অফিসার সনজীব মৃধা, উপ-প্রকল্প পরিচালক মো. সাইদুর রহমান, দুমকির উপজেলা কৃষি অফিসার মেহের মালিকা প্রমুখ।

কর্মশালায় কৃষি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের  ১০০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।