সিরাজগঞ্জ সদরে অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় বাগান স্থাপন প্রকল্পের আওতায় কৃষক প্রশিক্ষণ

খন্দকার শফিকুর রহমান:অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় দু’দিনব্যাপী কৃষক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান আজ মঙ্গলবার (৩১ মে) বিকেলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিরাজগঞ্জ সদরের কৃষক প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিরাজগঞ্জ সদর অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়া অঞ্চলের অতিরিক্ত পরিচালক ইউসুফ রানা মন্ডল, বিশেষ অতিথি ছিলেন সিরাজগঞ্জের উপ পরিচালক বাবলু কুমার সূত্রধর ও জেলা প্রশিক্ষণ অফিসার আ আ মু আহসান শহীদ সরকার। উপজেলা কৃষি অফিসার মো. রোস্তম আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন অতিরিক্ত কৃষি অফিসার এ্যামিলিয়া জান্নাত, কৃষি সম্প্রসারণ অফিসার সাব্বির আহমেদ সিফাত ও মিশু আক্তার।